Select Page

ভাঙা ভারতের আকাশে ‘শঙ্খচিল’ (ট্রেলার)

ভাঙা ভারতের আকাশে ‘শঙ্খচিল’ (ট্রেলার)

Shonkhochil joint venture film by goutam ghosh with prasenjit kushum shikder mamunur rashid (12)

ব্রিটিশ ভারত ভাঙার ক্ষত নিয়ে নির্মিত হলো আরও একটি সিনেমা। গৌতম ঘোষের ‘শঙ্খচিল’। নামি নির্মাতার সিনেমাটির ট্রেলার প্রকাশ হলো রবিবার।

টানটান ট্রেলারটিতে দেশভাগ, সীমান্তে ঘটা অপরাধ, হিন্দু-মুসলমান সমস্যা, গ্রাম আর শহর, উদ্বাস্তু, প্রকৃতি নানা বিষয় উঠে এসেছে। আর সবকিছুর উপলক্ষ্য ব্রিটিশ ভারত ভাগ।

ট্রেলারটিতে ব্যবহার করা হয়েছে বাংলা ও ব্রিটিশ ভারত প্রেমের দুটি অনবদ্য উপকরণ। জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ কবিতা অবলম্বনে গান ও অন্নদা শংকরের কবিতা ‘খোকা ও খুকু’।

এ ছাড়া থ্রিল জাগানো কিছু দৃশ্য দেখা যায় ট্রেলারের শেষদিকে। সবশেষে ব্রিটিশ ভারত ভাঙা নিয়ে দুঃখ জাগানিয়া অন্নদা শংকরের কবিতাটি আউড়ানো হয়।

‘শঙ্খচিল’র বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়, কুসুম শিকদার, মামুনুর রশীদ, প্রবীর মিত্র, রোজী সিদ্দিকী, রিয়াজ মাহমুদ জুয়েল, শাকিল আহমেদ, শাহেদ আলী, দীপঙ্কর দে, অরিন্দম শীল, ঊষসী চক্রবর্তী প্রমুখ।

যৌথ প্রযোজনার সিনেমাটি বাংলাদেশ-ভারতে মুক্তি পাবে ১৪ এপ্রিল।


মন্তব্য করুন