
গানঃ লাভার নাম্বার ওয়ান (ভিডিও)
আগামীকাল সারা দেশের ৮৫টি হলে একযোগে মুক্তি পাচ্ছে ফারুক ওমর পরিচালিত চলচ্চিত্র লাভার নাম্বার ওয়ান। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, পরী মনি, তানিয়া বৃষ্টি ও মিশা সওদাগর। ছবির আইটেম গানে অভিনয় করেছেন বিপাশা কবির। লাভার নাম্বার ওয়ান ছবির গানগুলো বিএমডিবি-র পাঠকদের জন্য একসঙ্গে উপস্থাপন করা হল।
শিরোনামঃ তুমি ছাড়া একদিন
শিরোনামঃ পড়েছি প্রেমেতে ধরা
শিরোনামঃ লাভার নাম্বার ওয়ান
শিরোনামঃ তোকে লেট ভেরি ইনোসেন্ট
শিরোনামঃ আইটেম গান – টেস্টি আমি দেখনা চেয়ে