ওয়ারিশ কার?
২০১০ সালের ৩ এপ্রিল। হোটেল শেরাটনে ঘটা করে অনুষ্ঠিত হয় ‘ওয়ারিশ’র মহরত। সেই সময় একটি প্রধান চরিত্রে হুমায়ূন ফরিদী অভিনয় করবেন বলে জানা গিয়েছিল। নায়ক চরিত্রে আরিফিন শুভর কথা বলা হয়। নায়িকা চরিত্রে অপি করিমের অভিনয়ের কথা বললেও পরবর্তীতে তাকে বাদ দিয়ে মেহজাবিনের নাম ঘোষণা দেওয়া হয়। ফারুক হোসেনের চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণের কথা ছিল সালাউদ্দিন লাভলুর।
তারপর কেটে গেল বেশক’টি বছর। ইমপ্রেস টেলিফিল্ম তার কাছ থেকে গল্পের স্বত্ব কিনে নেয় জাজ মাল্টিমিডিয়া। এভাবে বছরের পর বছর ‘ওয়ারিশ’কে ঘিরে খবর-গুঞ্জন ব্যাপকতা পায়।
সম্প্রতি জাজের কর্ণধার আবদুল আজিজ প্রথমে বলেছিলেন, ‘ওয়ারিশ’ বানাবেন কলকাতার পরিচালক রাজ চক্রবর্তী। লাভলু সিনেমাটি ছেড়ে দেওয়ার পর তিনি এ কথা বলেন। পরে শোনা যায় সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন জাকির হোসেন রাজু ও সৈকত নাসির। আর অভিনয় করবেন কলকাতার জিৎ ও ঢাকার মাহি।
দুই পরিচালকের কেউ এখনো নিশ্চিত করে বলতে পারেননি তারা অদৌ সিনেমাটি নির্মাণ করবেন কিনা! তাই আবারো ঝুলে গেল সিনেমাটি। এ ছাড়া জিৎ অভিনয়ে সম্মতি দিয়েছেন কিনা তাও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।