Select Page

অক্টোবরে আসছে ‘ব্ল্যাক ওয়ার’, ‘দামাল’সহ একাধিক ছবি

অক্টোবরে আসছে ‘ব্ল্যাক ওয়ার’, ‘দামাল’সহ একাধিক ছবি

‘পরাণ’ ও ‘হাওয়া’র মাধ্যমে বাংলা সিনেমায় রীতিমত জোয়ার বইছে। যা উৎসাহিত করছে সিনেমা প্রযোজক ও পরিচালকদের। এ ধারাবাহিকতায় অক্টোবরে আসছে একগুচ্ছ ছবি, যাতে অভিনয় করেছেন বড় তারকা।

অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’।

এ বিষয়ে ছবির নির্মাতা ফয়সাল আহমেদ বলেন, আসছে অক্টোবরে ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তির বিষয়টি সবাই মিলে আমার নিশ্চিত করেছি। তবে অক্টোবরের কয় তারিখে ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে, এ বিষয়ে শিগগির আমরা জানিয়ে দিতে পারবো।

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশ এক্সট্রিম’র দুটি পর্বই ফয়সাল আহমেদের সাথে যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার।

‘ব্ল্যাক ওয়ার’-এ প্রথম পর্বের গল্পের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন পরিচালকদ্বয়। ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বেই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

রায়হান রাফীর নতুন সিনেমা ‘দামাল’ মুক্তি পেতে যাচ্ছে ২৮ অক্টোবর। সামাজিক মাধ্যমে দুটি ছবি শেয়ার করে রাফী জানান, ‘দামাল’ মুক্তি পাবে ২৮ অক্টোবর। শিগগিরই বিস্তারিত তথ্য জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে ছবিটির চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও নাজিম উদ দৌলা। অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, সৈয়দ নাজমুস সাকিব প্রমুখ।

প্রখ্যাত লেখক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে যুগ্ম পরিচালক ইস্পাহানী আরিফ জাহান নির্মাণ করেছেন ‘হৃদিতা’ । এ ছবিটি মুক্তি পাবে ৭ অক্টোবর। অভিনয় করেছেন পূজা চেরি ও এবিএম সুমন। একই মুক্তি পেতে পারে মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’। সিনেমাটিতে জুটি বেঁধেছেন মাহিয়া মাহি ও আদর আজাদ।

এ ছাড়া মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ অক্টোবরে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।


মন্তব্য করুন