Select Page

অঞ্জনা’র কষ্ট

অঞ্জনা’র কষ্ট

63138_e4চার দশকের চলচ্চিত্রাভিনেত্রী অঞ্জনা অভিনয় জীবনে প্রায় একশ’র কাছাকাছি ছবিতে অভিনয় করলেও এখন পর্যন্ত কোন মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয় করতে পারেননি। দীর্ঘ অভিনয় জীবনে এটাই তার সবচেয়ে বড় কষ্ট।

এর একটি কারণও তার জীবনের সাথে সম্পৃক্ত। কেননা, মুক্তিযুদ্ধের সময় তার মেজ কাকাকে রাজাকাররা হত্যা করেছিল। কাকি ১২ বছর কাকার জন্য অপেক্ষা করেছেন। হৃদয়বিদারক এ সত্য ঘটনা তখনকার ছোট্ট অঞ্জনার মনেও গভীরভাবে রেখাপাত করেছে। সেই থেকে মহান মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন অঞ্জনার।

স্বপ্ন পূরণের পথে অনেকদূর এগিয়েও গিয়েছিলেন তিনি। প্রয়াত চলচ্চিত্রাকার আলমগীর কবির কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস নিয়ে ‘হাঙ্গর নদী গ্রেনেড’ নামে একটি ছবির কাজ শুরু করেছিলেন সোহেল রানা ও অঞ্জনাকে নিয়ে। দু’দিন শুটিংও হয়েছিল। কিন্তু দুর্ঘটনায় আলমগীর কবিরের মৃত্যু হলে সেই ছবির কাজ বন্ধ হয়ে যায়। অঞ্জনার স্বপ্ন স্বপ্নই থেকে যায়।

পরে চাষী নজরুল ইসলাম ‘হাঙ্গর নদী গ্রেনেড’ ছবিটি নির্মাণ করেন সুচরিতাকে নিয়ে।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন