Select Page

অনন্ত জলিলের সঙ্গে লড়বেন দক্ষিণ ভারতীয় খলনায়ক

অনন্ত জলিলের সঙ্গে লড়বেন দক্ষিণ ভারতীয় খলনায়ক

বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় খল অভিনেতা কবির দোহান সিং। মঙ্গলবার নিজেই সামাজিক মাধ্যমে সে খবর জানিয়ে ছিলেন তেলেগু সিনেমার এই অভিনেতা।

ওই টুইটে তিনি উল্লেখ করেননি বাংলাদেশের কোন ছবি কিংবা কার ছবিতে তিনি অভিনয় করতে যাচ্ছেন! ফলে এই অভিনেতার ঘোষণা নিয়ে চলে নানা জল্পনা কল্পনা! পর দিন ভারতীয় সংবাদমাধ্যমেই মুখ খোলেন তিনি।

টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের প্রথম আন্তর্জাতিক ছবিটি নিয়ে মুখ খুলেছেন কবির দোহান। জানিয়েছেন, বাংলাদেশি সেই সিনেমাটির নাম ‘নেত্রী দ্য লিডার’।

গত ডিসেম্বরে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমার মহরত অনুষ্ঠানে সস্ত্রীক হাজির ছিলেন অনন্ত জলিল। সেখানেই তিনি নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’ এর ঘোষণা দেন। জানান, আসন্ন এই সিনেমাটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। ছবিটি প্রযোজনার পাশাপাশি এতে অভিনয় করবেন বলেও সেসময় জানান অনন্ত। শুধু তাই নয়, জানান, ছবিতে তার বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন বর্ষা। ছবিটি নিয়ে তখন আর কিছু জানাননি অনন্ত।

কবির আরও বলেন, ‘নেত্রী দ্য লিডার’ ছবিটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনার ছবি। যার ৯৫ শতাংশ শুটিং হবে তুরস্কের বিভিন্ন লোকেশনে, আর ৫ শতাংশ  ঢাকায়। ছবিতে আমি প্রধান ভিলেন হিসেবে থাকছি।

ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করা এই অভিনেতা ‘ভাষা’ নিয়ে খুব একটা চিন্তিত নন। জানালেন, ছবিতে প্রচুর অ্যাকশন রয়েছে, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। আসলে এ ধরনের সিনেমা আমি খুবই পছন্দ করি।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares