Select Page

‘অনন্ত প্রেম’ রিমেকের প্রস্তাব, আপাতত ইচ্ছে নেই বাপ্পারাজের

‘অনন্ত প্রেম’ রিমেকের প্রস্তাব, আপাতত ইচ্ছে নেই বাপ্পারাজের

রাজ্জাকের সাড়া জাগানো ছবি ‘অনন্ত প্রেম’ রিমেক করতে চায় জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ এমনই ইচ্ছে পোষণ করেছেন। পরিচালক হিসেবে নায়করাজ পুত্র বাপ্পারাজকেই চান। তবে ‘চাপাডাঙ্গার বউ’ অভিনেতা আপাতত পরিচালনার কথা ভাবছেন না।

রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেল অনুষ্ঠিত হয় জাজের নতুন সিনেমা ‘বেপরোয়া’র মহরত। সেখানে আব্দুল আজিজ  বলেন, “নায়করাজের ইচ্ছে ছিল তার পরিচালিত ‘অনন্ত প্রেম’ সিনেমাটি রিমেক হোক। একদিন কোনো এক কাজে জাজের অফিসে এসে কথায় কথায় এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। আমি রাজি হয়েছিলাম। পরে আর করা হয়নি। প্রয়াত কিংবদন্তি এই মানুষটির স্মৃতি ধরে রাখতে সিনেমাটি আমরা রিমেক করতে চাই। তবে পরিচালক হিসেবে অবশ্যই তার সন্তান বাপ্পারাজকে থাকতে হবে।”

তিনি আরো বলেন, “আমি বাপ্পা পরিচালিত ‘কার্তুজ’ দেখেছি। তাকে নির্মাতা হিসেবে অনেক শক্তিশালী মনে হয়েছে। তার সম্মতি পেলেই ‘অনন্ত প্রেম’ রিমেক করতে চাই।”

এদিকে ব্যাপারে বাপ্পারাজ বলেন, ‘এখন আমার মন ভালো নেই। আপাতত চলচ্চিত্র নির্মাণ নিয়ে ভাবছি না। পরে বিষয়টি চিন্তা করব। সবকিছু যদি পছন্দ হয় তবে নির্মাণের চিন্তা করব।’

১৯৭৭ সালে ‘অনন্ত প্রেম’ ছবিটি মুক্তি পেয়েছিল। রোমান্টিক ঘরনার ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছিলেন নায়করাজ রাজ্জাক। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। ছবিতে রাজ্জাকের বিপরীতে অভিনয় করেছিলেন ববিতা। এছাড়া আরো অভিনয় করেন এটিএম শামসুজ্জামান, ব্ল্যাক আনোয়ার, খলিল উল্লাহ খান।


মন্তব্য করুন