Select Page

অনন্ত ভালোবাসা আর শাকিব খান

অনন্ত ভালোবাসা আর শাকিব খান

অনন্ত ভালবাসা আর শাকিব খান বোধহয় একে অপরের পরিপূরক। কারণ অনন্ত ভালোবাসা সিনেমাতে যদি পরিচালক তাঁকে কাষ্ট না করতেন তাহলে হয়তো আজকের শাকিব খানের দেখা আমরা কোনকালেই পেতাম না। হয়তো এভাবে বলাটা ঠিক হলোনা। তারপরও কিছু কথা টেনে না আনলে আসলে যা বলতে চাইছি তা বলা হবেনা। অপ্রিয় হলেও কিছু সত্য জানাতে হয়। তাতে যদি কারও কোন বোধোদয় তাহলে সেরকম কথা বলার রাইট আছে বলে আমি মনেকরি।

অনন্ত ভালোবাসা খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই বন্ধুরা মিলে মোট ১৭ জন মিলে দেখেছিলাম প্রথম দিন। তারপর আমি এবং আমার বন্ধুরা মিলে আরও বেশ কিছু দিন উপভোগ করেছিলাম সিনেমাটি। ইরিন জামানের অভিনয় আর নবাগত শাকিবের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম। সবাইকে আমি নিজে বলেছিলাম, এই নায়কটি অনেক দূর যাবে। আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহিাসি করেছিল আর বলেছিল, এই ফাৎরা (চিকন) মার্কা নায়ক যাবে অনেক দূর? তারপর আমার বন্ধুরা আমাকে একদিন একটি পেপার কাটিং হাতে ধরিয়ে দিয়ে বলেছিল, এই দ্যাখ তোর অনেকদূর যাওয়া নায়কের সাথে প্রথম সারির নায়িকারা সিনেমা করতে চায়না। তাঁর জন্য নাকি বি গ্রেডের নায়িকারাই শ্রেষ্ঠ। আমি ওদের কথার কোন জবাব সেদিন দিতে পারিনি।

অবশেষে কোটি টাকার কাবিন, দাদীমা, চাচ্চু, তোমার জন্য মরতে পারি, এক টাকার বউ, তুমি প্রেম তুমি সাধনা, মাটির ঠিকানা, দেবদাস প্রভৃতি। তারপর অনেক পথ হাঁটলেন আমার অনেক দূর যাওয়া নায়ক। তিনি এখন বাংলাদেশ চলচ্চিত্র বোর্ডের চেয়ারম্যান। আমি আজ বসে হিসাব মিলাই আমার যে নায়ক উল্লেখিত সিনেমা গুলো করতে পারে, সে কি করে সস্তামানের সিনেমা করতে পারে। কেন সবাই এখন তাঁর ছবি মানেই গৎ বাঁধা বলে নাক সিটকাবে? তিনি তো এখন নাম্বার ওয়ান, কিং খান, মাই নেম ইজ খান ইত্যাদি ইত্যাদি। তিনি তো ইচ্ছা করলেই বাংলা চলচ্চিত্রের চেহারা ফিরাতে পারেন।

কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। আজ ভারতের সিনেমা বাংলাদেশে ঢুকানোর যে পাঁয়তারা করছে সরকার। সুস্থ ধারার চলচ্চিত্র নিয়ে যে কথা হচ্ছে তার জন্য মাননীয় নায়ক আপনার কি কোন মাথা ব্যথা থাকার কথা নয়? আপনার কি কোন দায়িত্ব কর্তব্যবোধ বলে কিছু থাকবেনা? আপনার বিবেক কি আপনাকে নাড়া দিয়ে যাবেনা? আমি একজন সাধারণ ক্ষমতাহীন একজন ব্যক্তি আমার স্বার্থে যদি লাগে তাহলে আপনার কেন লাগবেনা? হয়তো কথাগুলো আক্রমনাত্মক হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সাধারণ জনগণ নিরুপায়।

সুস্থধারার চলচ্চিত্র জনগণকে উপহার দেয়ার জন্য বিদেশ থেকে আনার কোন প্রয়োজন নেই। আমরা বাঙালী আমরা আমাদের সাহিত্যেই তুষ্ট থাকবো। শুধু চাই সুস্থ ধারা বজায় রাখতে। অথবা হোক না একটু ব্যতিক্রম! পাশ্ববর্তী দেশ ভারতের মত জায়গা আমরা দুধরনের চলচ্চিত্র লক্ষ্য করি। এক, আর্ট ফ্লিম আর দুই, সাধারণ। দরকার নেই বাংলার পাগলু, চ্যালেঞ্জ অথবা অন্যান্য কোন ধার করা নামের ছবি। আমরা চাই আমাদের একান্নবর্তী পরিবারের কাহিনী নিয়ে সিনেমা হোক আমরা যেন তা সপরিবারে হলে গিয়ে উপভোগ করতে পারি। অবশেষে শাকিব ভাইয়ের প্রতি আমার বিনম্র সালাম রেখে শেষ করবো আর সবাইকে একসাথে বলার জন্য আহবান রাখবো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।


১ টি মন্তব্য

  1. অনেক অনেক ধন্যবাদ মুগ্ধ ইসলামকে সুন্দর ও সাবলীল ভাষায় গোড়ার কথা তুলে আনার জন্য। শাকিব খানের প্রতি বিনীত আবেদন বিষয়টি মাথায় নিন। ধন্যবাদ।

মন্তব্য করুন