Select Page

অনন্য মামুনের নতুন ছবি ‘আমাদের সালমান শাহ’

অনন্য মামুনের নতুন ছবি ‘আমাদের সালমান শাহ’

এর আগেও কেউ কেউ ঘোষণা দিয়েও বানাতে পারেননি সালমান শাহকে নিয়ে সিনেমা। এবার একই ঘোষণা দিলেন অনন্য মামুন। ‘আমাদের সালমান শাহ’ নামের সিনেমাটির নাম নিবন্ধনও করিয়েছেন তিনি।

এক ফেসবুক ঘোষণায় অনন্য লেখেন—

আগেই বলেছিলাম তার জন্যই আমার ফিল্মে আসা। হিরো হতে পারি নাই, গল্প লেখক থেকে পরিচালক হয়েছি। তবে এবার তাকে নিয়েই কাজ করবো, আমার স্বপ্নের নায়ক সালমান শাহকে নিয়ে। ছবির নাম ‘আমাদের সালমান শাহ্’।

আজ নাম নিবন্ধন করলাম। তবে আইডিয়া কিন্তু আমার না, লাইভ টেকনোলোজিসের আরাফাত ভাইয়ের আইডিয়া। ডিজিটাল পাটর্নার লাইভ টেকনোলোজিস্। ‘চালবাজ’ শেষ করে শুরু করবো ‘আমাদের সালমান শাহ্’, হিরো-হিরোইন নিয়ে থাকবে অনেক চমক।


মন্তব্য করুন