অনন্য মামুনের সিনেমায় বাপ্পী-মিম
‘সুইট হার্ট’ সিনেমায় অভিনয় করে দর্শক মন জয় করেছেন বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। সম্প্রতি শেষ করলেন ‘দাগ’। সবকিছু ঠিক থাকলে অনন্য মামুনের সিনেমার জন্য ক্যামেরার সামনে আবারো দাঁড়াবে এ জুটি।
‘আমি তোমার হতে চাই’ শিরোনামের ছবিটি রোমান্টিক গল্পে নির্মিত হবে।
মানবজমিনকে মিম বলেন, ‘ছবির কাজ ২৬ মে থেকে শুরু হলেও আমি শুরু করবো জুন থেকে। তবে আমার বিপরীতে কে অভিনয় করছে তা এখনও চূড়ান্ত হয়নি। কয়েকদিনের মধ্যে তা জানা যাবে। এ ছবির গল্পটা বেশ ভালো বলেই বুঝেশুনে কাজটি হাতে নিয়েছি।’
মিমের মন্তব্যটি একদিন আগের। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। সে ছবি শেয়ার করেছেন অনন্য।
এদিকে ঢালিউড টুয়েন্টিফোর জানায়, নায়ক হিসেবে বাপ্পীকে দেখা যেতে পারে।
এ সম্পর্কে অনন্য বলেন, “চলতি মাসেই নতুন ছবির কাজ শুরু করতে চাই। ‘আমি তোমার হতে চাই’ নামে ক্যামেরা চালু করবো। দু’একদিনের মধ্যে পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করবো। এতে অভিনয়ের জন্য বাপ্পী চৌধুরীর সাথে কথাবার্তা হয়েছে। কিন্তু এখনো কাগজ-কলমে চুক্তিবদ্ধ করা হয়নি।”