Select Page

অনিমেষের ভয়ংকর সুন্দরে পরমব্রত-ভাবনা

অনিমেষের ভয়ংকর সুন্দরে পরমব্রত-ভাবনা

IMG_4711

অনিমেষ আইচ পরিচালিত নতুন সিনেমার নাম ‘ভয়ংকর সুন্দর’। গানের দৃশ্যধারনের মধ্য দিয়ে এ ছবির কাজ শুরু হয়েছে এপ্রিলের মাঝামাঝিতে। ২২ এপ্রিল দুপুরে রাজধানীর এক রেস্তোরাঁয় এ ছবির সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সন্মেলনে ছবির পরিচালক অনিমেষ আইচ, কলকাতার অভিনেতা পরমব্রত, এ ছবির অভিনেত্রী ভাবনাসহ অনেকে উপস্থিত হন। অনিমেষ জানান, ‘জেদ’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভয়ংকর সুন্দর’। সম্প্রতি ছবির শুটিংয়ের কাজে কুয়াকাটায় যাওয়া হয়েছিল।

মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘ভয়ংকর সুন্দর’। প্রযোজনা করছে এ স্কয়ার ফিল্ম কোম্পানী। ‘ভয়ংকর সুন্দর’ এ নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে টেলিভিশন অভিনেত্রী ভাবনার। চলচ্চিত্রটির শুটিং বৃহস্পতিবার শুরু হয়ে চলবে ২৫ মে পর্যন্ত। প্রথমে এফডিসির ৭ নাম্বার ফ্লোরে শুটিং চলবে এক সপ্তাহ। এরপর ঢাকা, বরিশাল ও সাভারসহ দেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়ন চলবে। সব মিলিয়ে বাংলাদেশে প্রায় একমাস অবস্থান করবেন পরমব্রত।

এতে আরও অভিনয় করবেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, দিহান, এলেন শুভ্র ও সমাপ্তি। গান থাকবে ৫টি। সঙ্গীত পরিচালনা করবেন ইমন সাহা। শব্দ ও সম্পাদনায় আছেন রতন পাল। চিত্রগ্রহণে খায়ের খন্দকার, নৃত্য পরিচালনায় সোহাগ ও পোশাক পরিকল্পনায় চিন্ময়ী গুপ্ত।


মন্তব্য করুন