Select Page

অনুদানের অপেক্ষা না করে নিজের টাকায়

অনুদানের অপেক্ষা না করে নিজের টাকায়

# এর আগে জীবন ধারা ও দোলনা নামের ব্যবসাসফল সিনেমা প্রযোজনা করেন রোজিনা
# অনেক দিন ধরে বীরাঙ্গনা নামের সিনেমা নির্মাণ পরিকল্পনা করছেন
# সরকারি অনুদানের জন্য আবেদন করেও সাড়া পাননি
# এবার নিজের অর্থায়নের শুরু করতে যাচ্ছেন বীরাঙ্গনা
# রোজিনা বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী হিসেবে দেশের প্রতি আমার কিছু কর্তব্য ও দায়িত্ব আছে

প্রযোজনা প্রতিষ্ঠান রোজিনা ফিল্মস থেকে এর আগে ব্যবসাসফল ‘জীবন ধারা’ ও ‘দোলনা’ নির্মাণ করেছেন রোজিনা। অনেক দিন ধরে পরিকল্পনা করছেন নতুন সিনেমা ‘বীরাঙ্গনা’র। ছবির গল্প ও চিত্রনাট্য করেছেন নিজেই।

বেশ আগে সরকারি অনুদানের জন্য ছবিটির চিত্রনাট্য জমা দিয়েছিলেন। লন্ডন প্রবাসী এ তারকা দেশে না থাকায় যোগাযোগ রাখতে পারেননি। তবে এবার অনুদানের জন্য বসে না থেকে নিজেই ছবিটি প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছেন।

পাঁচ মাস পর ১১ নভেম্বর দেশে ফিরেছেন রোজিনা। ফিরেই জানালেন সেই খবর।

‘বীরাঙ্গনা’ সম্পর্কে তিনি বলেন, ‘একটি বাস্তব ঘটনা নিয়ে গল্প। চিত্রনাট্য দারুণ দাঁড়িয়েছে। ছবিটি দেখে মুক্তিযুদ্ধের অনেক কিছুই জানতে পারবে নতুন প্রজন্ম। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী হিসেবে দেশের প্রতি আমার কিছু কর্তব্য ও দায়িত্ব আছে। সেই ভাবনা থেকেই ছবিটি করার সিদ্ধান্ত নিয়েছি। সব কিছু গুছিয়ে উঠতে পারলে নতুন বছরের শুরুতেই শুটিংয়ে যাব।’

নিজের প্রযোজিত ‘জীবন ধারা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন রোজিনা।

সূত্র : রোজিনা


মন্তব্য করুন