Select Page

অনুদানের সিনেমায় অভিষেক হচ্ছে ইমির

অনুদানের সিনেমায় অভিষেক হচ্ছে ইমির

প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মডেল ও ছোট পর্দার অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি। সরকারি অনুদানে শবনম ফেরদৌসি নির্মিতব্য ‘আজব কারখানা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এমন খবর দিয়েছে বণিক বার্তা

আগেই শোনা গেছে, এ ছবিতে আছেন ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

এ প্রসঙ্গে ইমি বলেন, ‘পুরো ক্যারিয়ারে এ পর্যন্ত যত কাজ করেছি, তাতে কখনই চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু প্রকাশ করিনি। এ ছবির ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করছি। তবে হ্যাঁ, আমি এ ছবিতে অভিনয় করছি এবং আজব কারখানাই আমার অভিনীত প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে।’

ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্রে অভিনয় নিয়ে বলেন, ‘সত্যিই অন্য রকম অনুভব করছি। কারণ ইচ্ছা ছিল নিজের মনের মতো একটি প্রজেক্টে কাজ করব। আমার চাওয়া হয়তো পূর্ণ হয়েছে যে, আমি এ রকম একটি ছবিতে কাজ করছি।’

তবে ছবিতে ইমি কোনো চরিত্রে অভিনয় করছেন জানা যায়নি। যদিও এর আগে প্রধান নারী চরিত্রে জ্যোতিকা জ্যোতি ও দোয়েলের নাম শোনা যায়।


মন্তব্য করুন