Select Page

অনুমতি ছাড়া ভারতীয় কলা-কুশলী : বন্ধ জাজের শুটিং

অনুমতি ছাড়া ভারতীয় কলা-কুশলী : বন্ধ জাজের শুটিং

কলকাতার আদৃত ও ঢাকার পূজা অভিনীত ‘নূরজাহান’ ছবিটি এর আগে বাংলাদেশ ও ভারতে মুক্তি পায়। এই জুটিকে নিয়ে নির্মিত হচ্ছে ‘প্রেম আমার ২’। বাংলাদেশে চলছিল ছবিটির শুটিং। গেল শুক্রবার সিলেটের এমসি কলেজে ছবিটির শুটিং করছিলেন কলকাতার পরিচালক বিদুলা ভট্টাচার্য।

কিন্তু সেখানকার প্রশাসন ভারতীয় শিল্পীদের কাজের অনুমতিপত্র না থাকার কারণে শুটিং বন্ধ করে দিয়েছে। নগরীর শাহপরান থানা সূত্রে এমন তথ্য জানা যায়।

এ ব্যাপারে নগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জাগো নিউজকে বলেন, ‘প্রেম আমার- ২’ ছবির ভারতীয় কলাকুশলীদের বাংলাদেশে কাজ করার ছাড়পত্র নেই। তারা এলসি ইস্যু করেননি। তাই শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ছাড়পত্র নিয়ে আসতে বলা হয়েছে তাদের।’

এ ছবি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তীর প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মাণ হচ্ছে বলে জানা যায়।

এদিকে শনিবার বাংলা ট্রিবিউন জানায়, পুলিশের অনুমতি না পেয়ে সিলেট থেকে ঢাকার পথে ওই দিন সন্ধ্যায় রওনা দেয় টিম ‘প্রেম আমার ২’।

জানা গেছে, সিলেটে বন্ধ হয়ে যাওয়া শুটিং ফের শুরু করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে গেল দুদিন (শুক্র-শনি) ধরে আলোচনা করেও কোনও সুরাহা হয়নি।

এই শুটিংয়ের জন্য গত এক সপ্তাহ সিলেটে অবস্থান করছিলেন কলকাতা থেকে আগত রাজ চক্রবর্তী ও তার দল। শুটিং করার কথা ছিল টানা এক সপ্তাহ। ফলে মাত্র আধাবেলা শুটিং করার পর সেটি বন্ধ হয়ে যাওয়ায় বড়সড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দুই প্রযোজনা প্রতিষ্ঠান। এমনটাই জানা গেল জাজ মাল্টিমিডিয়া সূত্রে।

কাজের অনুমতিপত্র না থাকলে কোথাও শুটিং করার সুযোগ রয়েছে কি? এমন প্রশ্নের জবাবে জাজের কর্ণধান আব্দুল আজিজ শোনান ভিন্ন কথা। তিনি বললেন, ‘এটা অনুমতির বিষয় না। সবই আছে আমাদের কাছে। ওয়ার্ক-পারমিট না থাকলে ভিসা পায় কিভাবে? অনুমতি ছাড়া এত বড় আয়োজনে আমরা যাবো কেন?’

তাহলে পুলিশ শুটিং বন্ধ করার সুযোগ পেল কোথায়? আজিজ বললেন, ‘এটা চলচ্চিত্রের কালো শক্তি, কালো হাতের কাজ। যারা নিজেরা সিনেমা করে না, অন্যকেও করতে দেবে না। তারাই এগুলো করছে। সিলেটে যা হয়েছে তার পুরোটাই বাইফোর্স। এর বেশি কিছু এখন আর বলার ইচ্ছা নেই। ঢাকায় ফিরে বাকিটা বলবো।’

তবে এবারই প্রথম নয়, আগেও অনুমতি ছাড়া ভারতীয় কলাকুশলী ব্যবহারের কারণে জাজের সিনেমার শুটিং বন্ধ করে দেয় পুলিশ।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares