Select Page

অনুমতি মিললেও অনেক হল খুলছে না

অনুমতি মিললেও অনেক হল খুলছে না

প্রায় সাত মাস পর শুক্রবার (১৬ অক্টোবর) থেকে হলগুলোতে সিনেমা প্রদর্শনীর অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। তবে আশানুরূপ দর্শক না হওয়ার আশঙ্কা ও নতুন ছবি মুক্তি না পাওয়ায় অনেক মালিকই হল খুলবেন না।

বুধবার তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কোভিড-১৯ পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসনসংখ্যা কমপক্ষে অর্ধেক খালি রাখার শর্তে এ অনুমতি দেওয়া হয়েছে।’

১৮ মার্চ থেকে সিনেমা হল বন্ধের সরকারি নির্দেশনা জারি হয়েছিল। এর পর কয়েক মাস ধরেই চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারের কাছে আবেদন করে আসছেন সিনেমা হল খোলার জন্য। সেই অনুমতি মিললেও সব হল খুলছে না এই মুহূর্তে।

জানা গেছে, ২২টির বেশি ছবি সেন্সর সনদ পেলেও শুক্রবার নতুন ছবির অভাবে খুলছে না অনেক সিনেমা হল। প্রযোজক পরিবেশক সমিতি সূত্র জানিয়েছে, ১৬ অক্টোবর মুক্তির জন্য আবেদন করা একমাত্র ছবি ‘সাহসী হিরো আলম’। কিন্তু সি গ্রেডের এ ছবি নিয়ে হল মালিকদের তেমন প্রত্যাশা নেই। এ ছাড়া পরের দুই সপ্তাহ ২৩ ও ৩০ অক্টোবর নতুন ছবি মুক্তির জন্য একটিও আবেদন পড়েনি।

এ বিষয়ে প্রথম আলোকে মধুমতি হলের কর্ণধার ইফতেখার উদ্দিন বলেন, ‘নতুন ছবি মুক্তির কোনো খবর নেই। এই পরিস্থিতিতে প্রযোজকেরা ভালো মানের নতুন ছবি মুক্তি না দিলে হল খুলতে চাচ্ছি না। কারণ, এ অবস্থায় হল খুললে লোকসান আরও বেড়ে যাবে।’

রাজধানীতে শ্যামলী সিনেপ্লেক্স, বলাকাসহ বেশ কিছু সিনেমা হল খুলছে না আগামীকাল। তবে আনন্দ, চিত্রামহল, গীতসহ বেশ কয়েকটি সিনেমা হল খুলছে বলে জানা গেছে।

যমুনা ব্লকবাস্টার সিনেমাসে সাতটি স্ক্রিনের মধ্যে একটি স্ক্রিনে আগামীকাল থেকেই সিনেমা দেখানো হবে। তবে কোন সিনেমা দেখানো হবে, এখনো সিদ্ধান্ত হয়নি। তবে স্টার সিনেপ্লেক্সের সব শাখা চালু হবে এক সপ্তাহ পর ২৩ অক্টোবর। ধা

ঢাকার বাইরেও কিছু হল খুলছে না। যশোরের মণিহার সিনেমা হলের ব্যবস্থাপক তোফাজ্জেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার হুট করে হল খোলার সিদ্ধান্ত নিলাম না। হল খোলার সংবাদটাও তো দর্শকদের জানতে হবে। হাতে সময় অল্প। তবে ২৩ অক্টোবর খোলার বিষয়টি মোটামুটি চূড়ান্ত।’

নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাথী সিনেমা হল কালই খুলছে। ‘সাহসী হিরো আলম’ প্রদর্শনীর মধ্য দিয়ে হলটি খোলা হচ্ছে বলে জানান হলমালিক ও প্রদর্শক সমিতির সহসভাপতি মিয়া আলাউদ্দিন।


মন্তব্য করুন