Select Page

অনেকটা পিছিয়ে ‘ঢাকা অ্যাটাক’…

অনেকটা পিছিয়ে ‘ঢাকা অ্যাটাক’…

dhaka-attack

সবকিছু ঠিকঠাক চললে হয়তো কাছাকাছি কোনো এক শুক্রবার মুক্তি পেতো ‘ঢাকা অ্যাটাক’। কিন্তু ফেব্রুয়ারি মাসে অনাকাঙ্ক্ষিতভাবে বন্ধ হয়ে যায় শুটিং। এরপর শুরু হয় শিডিউল জটিলতা।

জোরেশোরেই শুরু হয়েছিল ঢাকা অ্যাটাক ছবির শুটিং। পুলিশী অ্যাকশনধর্মী কাহিনী এবং আরিফিন শুভমাহিয়া মাহির জুটি নিয়ে দর্শকদের ছিল উচ্ছ্বাস। কিন্তু নির্ধারিত সময়ে শুটিং না পাওয়ায় অনেকটা পিছিয়ে গেল সিনেমাটি।

আপাতত এ সিনেমার জন্য শিডিউল দেওয়ার সুযোগ নেই শুভর। তিনি বলেন, ‘এ বছর আগে থেকেই আমার শিডিউল নির্ধারণ করা ছিল। নির্ধারিত সময়ের মধ্যে শুটিং শেষ না হলে নিজেই বিপদে পড়ে যাই। কারণ, অন্য পরিচালকদের দেওয়া শিডিউল থেকে অতিরিক্ত সময় বের করা সম্ভব হয় না। তবে আশা করছি, নভেম্বর থেকে ঢাকা অ্যাটাক–এর শুটিং আবার শুরু করব।’ পরিচালক দীপঙ্কর দীপনও জানালেন একই কথা।

৮ জানুয়ারি থেকে ছবিটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়। কিছু অংশের চিত্র ধারণ হয়েছে মালয়েশিয়ায়। বাকি ৩০ শতাংশ শুটিং হওয়ার কথা ঢাকায়। আরও রয়েছেন এবিএম সুমন, শিপন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা প্রমুখ।

সূত্র : প্রথম আলো


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares