Select Page

অনেকদিন পর মেগাস্টার উজ্জ্বল

অনেকদিন পর মেগাস্টার উজ্জ্বল

unnamed

বদিউল আলম খোকন পরিচালিত নতুন চলচ্চিত্র ‘রাজাবাবু’তে কামব্যাক করেছেন মেগাস্টার উজ্জ্বল। এখানে শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করবেন। উজ্জ্বল অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘হিরো দ্য সুপারস্টার’। শাকিব অভিনীত ও প্রযোজিত সিনেমাটি মুক্তি পায় গত কোরবানির ঈদে।

উজ্জ্বল মানবজমিনকে বললেন, ‘অনেক দিন পর একটি বড়মাপের ছবিতে কাজ করছি। খুব ভাল লাগছে। শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর ও ওমর সানির মতো তারকাদের সঙ্গে কাজ করছি। মনে হচ্ছে ছবিটি খুব ভাল হবে।’

তিনি আরও বলেন, “ভাল গল্পের ছবি, ভাল পরিচালকদের ছবিতে আমি আনন্দে কাজ করি। ‘রাজাবাবু’ ছবিতেও করছি। বদিউল আলম খোকন পরিপূর্ণ একটি ছবি বানাচ্ছেন। ছবিটি নিয়ে আমি খুবই আশাবাদী।”

সিনেমা বাছাই প্রসঙ্গে বলেন, ‘আমি ইয়াং থেকে ওল্ড- এ ধরনের চরিত্রে অভিনয়ে গুরুত্ব দিচ্ছি। এর জন্য আমাকে অনেক সিরিয়াস থাকতে হচ্ছে। সচেতন থাকতে হচ্ছে। দর্শকদের ভালোবাসা পাই বলে এখনও নিয়মিত এবং দাপটের সঙ্গে অভিনয় করছি।’


মন্তব্য করুন