Select Page

অনেকদিন পর শুটিংয়ে শাকিব, সিনেমায় ফিরলেন মাহিও

অনেকদিন পর শুটিংয়ে শাকিব, সিনেমায় ফিরলেন মাহিও

সর্বশেষ মার্চে ‘বিদ্রোহী’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন শাকিব খান। অনেক পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতিতে নিতে হয় বিরতিতে।

এর মাঝে ছিল ঈদুল ফিতরে মুক্তির জন্য ঘোষণা দেওয়া ‘নবাব এলএলবি’র। পরিচালনায় অনন্য মামুন। প্রায় আধা যুগ পর এ ছবির মাধ্যমে মাহি আবার ইন করলেন খান ক্যাম্পে— এ নিয়ে দুই তারকার ভক্তরা খুশি হলেও করোনায় থামকে যায় সবকিছু। এমনকি সিনেমাটি হবে কিনা দেখা দেয় অনিশ্চয়তা।

অবশেষে সব গুঞ্জন সরিয়ে ও দফায় দফায় তারিখ পাল্টিয়ে আগস্টের শেষদিন শুরু হয় শুটিং। ১০ সেপ্টেম্বর অংশ নেন শাকিব। এর আগের দিন ক্যামেরার সামনে দাঁড়ান মাহি।

পরিচালক অনন্য মামুন জানালেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় প্রথম দিনের জন্য শুটিং ফ্লোরে হাজির হন শাকিব খান।

এ নায়কের শুটিংয়ে দেরিতে আসা নিয়ে নানা সময়ে অভিযোগ শোনা গেছে। এমনকি সাম্প্রতিক সময়ে শাপলা মিডিয়ার অন্যতম অভিযোগ ছিল এটি।

এ দিকে বুধবার শহীদুজ্জামান সেলিমের সঙ্গে শুটিংয়ে অংশ নেন মাহি। ছবিতে তারা বাবা ও মেয়ের চরিত্রে আছেন। অবশ্য করোনাকালে এটিই মাহির প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো নয়। এর আগে রায়হান রাফির পরিচালনায় ‘অক্সিজেন’ শর্টফিল্মের জন্য অভিনয়ে ফেরেন।

ছবিতে শাকিব ও মাহি দুজনই আইনজীবী চরিত্রে অভিনয় করছেন। তবে অন্য নায়িকা অর্চিতা স্পর্শিয়ার ভূমিকা সম্পর্কে জানা যায়নি।

ছবির পরিচালক অনন্য মামুন প্রথম আলোকে জানান, শুটিংয়ে ছেদ পড়ায় ছবির নির্মাণ খরচ এখন অনেক বেড়ে গেছে। মার্চে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, তার সবই নষ্ট হয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রযোজক। মামুন বলেন, ‘এখন যেভাবে কাজ শুরু করলাম, তাতে পদে পদে নতুন অভিজ্ঞতা হচ্ছে। সাবধানতা মানতে গিয়ে কাজের গতি কমে যাচ্ছে। করোনার আগে যে শুটিং শেষ করতে ৩০ দিন লাগত, সেটা এখন শেষ করতে ৪৫ দিন লাগবে। এতে বাজেট প্রায় দ্বিগুণ হয়ে যাবে।’

তবে এই মন্দের মধ্যেও ভালো আছে। মামুন আরও বলেন, করোনার কারণে এখন শুটিং সেটে শৃঙ্খলা বজায় রাখা সহজ হয়। সাধারণ সময়ে শুটিংয়ে হইচই, লোকজনের ভিড়, দর্শনার্থীদের সমাবেশ থাকত।

সিনেমাটিতে আরও আছেন সুষমা সরকার, সুমন আনোয়ার, রাশেদ মামুন অপু ও এল আর খান সীমান্ত।

অনন্য মামুন জানান, ‘নবাব এলএলবি’ অ্যাপের মাধ্যমে সারাবিশ্বে একই দিনে মুক্তি পাবে।


মন্তব্য করুন