Select Page

বন্ধ হচ্ছে না বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স!

বন্ধ হচ্ছে না বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স!


মাসের শুরুতে বন্ধ হওয়ার ঘোষণা এলেও বসুন্ধরা কর্তৃপক্ষের স‌ঙ্গে স্টার সিনেপ্লেক্সের চুক্তি নবায়ন করার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামীকালআনুষ্ঠানিকভাবে সে কথা জানা‌বে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের সঙ্গে স্টার সিনেপ্লেক্সের ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই শপিংমলের একই জায়গায় স্টার সিনেপ্লেক্স থাকছে। কারণ, তাদের চুক্তি নতুন করে নবায়ন করা হচ্ছে।’

বিষয়টি তাকে নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। ১০ সেপ্টেম্বর সকালে এ চুক্তি নবায়ন হবে বলে জানা গেছে।

তবে প্রতিষ্ঠানটির মিডিয়া-বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমের কাছে বিষয়টি এড়িয়ে গেছেন।

গত আগস্ট মাসের শেষ সপ্তাহে মার্কেট মালিকের পক্ষ থেকে ফ্লোর ছাড়ার নোটিশ পায় স্টার সিনেপ্লেক্স। অক্টোবর ২০২০ সাল পর্যন্ত চুক্তি ছিল তাদের।

এমন খবরে চলচ্চিত্র শিল্পে নেমে আসে হতাশা। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানায় সাধারণ দর্শক থেকে মিডিয়া সংশ্লিষ্ট বেশিরভাগ মানুষ। অন্যদিকে স্টার কর্তৃপক্ষ জানায় নিজেদের হতাশা ও অপারগতার কথা।


মন্তব্য করুন