Select Page

অনেকদিন পর সিমলা, এবার কাঁকন বিবির ভূমিকায়

অনেকদিন পর সিমলা, এবার কাঁকন বিবির ভূমিকায়

‘ম্যাডাম ফুলি’ সিমলা অনেকদিন দেশীয় সিনেমা নিয়ে আলোচনায় নেই। মাঝে শোনা যায়, বিয়ের করেছেন তিনি। এরপর একদম লাপাত্তা। মাসখানেক আগে জানা গেল, হিন্দি সিনেমা ‘সফর’-এ অভিনয় করছেন।

এবার একদম নতুন রূপে হাজির হচ্ছেন দেশের পর্দায়। বীর প্রতীক কাঁকন বিবির চরিত্রে দেখা যাবে তাকে।

একাত্তরে নিখোঁজ স্বামীর সন্ধানে বের হয়ে কাঁকন বিবি ধরা পড়েন পাকবাহিনীর হাতে। শিকার হন নিষ্ঠুর নির্যাতনের। পরবর্তীতে ছাড়া পেয়ে যুক্ত হন স্বাধীনতার সংগ্রামে। শুরুতে পাকবাহিনীর বিপক্ষে মুক্তিবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করেন। পাশাপাশি ২০টির মতো সম্মুখযুদ্ধে অংশ নেন। সেই গল্প ওঠে আসবে ‘কাঁকন বিবি’ নামের ছবিতে।

চিত্রনাট্য ও সংলাপ রচনার পাশাপাশি সিনেমাটি পরিচালনা করবেন শহীদুল হক খান। মঙ্গলবার এফডিসিতে অনুষ্ঠিত হয় ‘কাঁকন বিবি’র মহরত। সেখানেই জানানো হয় বিস্তারিত।

সিমলাকে প্রধান চরিত্রে রাখা প্রসঙ্গে শহিদুল হক খান বলেন, ‘কাঁকন বিবির চরিত্রে সিমলাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খাসিয়া সম্প্রদায়ের মেয়ে ছিলেন কাঁকন। তার চেহারার সঙ্গে অনেকটা মিল রেখেই অভিনেত্রী পছন্দ করা হয়েছে।’

জুলাইয়ের শেষ সপ্তাহে শুটিং শুরু হবে। বেশির ভাগ দৃশ্যায়ন হবে সুনামগঞ্জে। তবে কিছু অংশের শুটিং পুবাইলেও হতে পারে।

‘কাঁকন বিবি’ নির্মিত হবে এস এইচ প্রোডাকশনের ব্যানারে।


মন্তব্য করুন