Select Page

অপক্ষোয় মীম

অপক্ষোয় মীম

52729c05e6fce-Untitled-3টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীম চলচ্চিত্রে ভীষণ ব্যস্ত। বেশ ক’টি ছবির কাজ করছেন। একেকটি ছবিতে দর্শকরা তাকে একেকরূপে দেখতে পাবেন। শুটিং করছেন আরো ছবিতে। একটি ছবি সেন্সরেও গেছে। এখন অপেক্ষা কখন একে একে ছবি ক’টি মুক্তি পা্বে।

সেন্সর জমা পড়েছে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত জোনাকি আলো। এই ছবি সম্পর্কে এই অভিনেত্রী বলেন, খুব কষ্ট করে আমরা এই ছবিটির শুটিং করেছি। ৩ নম্বর বিপদ সংকেতের সময় বঙ্গোপসাগরের এক দ্বীপে আটকা পড়ে গিয়েছিলাম। ঝড়ের মধ্যে সমুদ্র পাড়ি দিতে গিয়ে অনেক ভয় পেয়েছি! একটা সিনেমার শুটিং করতে গিয়ে আরেকটা সিনেমা হয়ে যাচ্ছিল।

কাজ করছেন তন্ময় তানসেনের পদ্ম পাতার জল-এ। এই ছবি সম্পর্কে বলেন, ছবির প্রায় ৭০ ভাগ কাজ হয়েছে। এখানে আমি বাইজির চরিত্রে অভিনয় করছি। যেহেতু গল্পের প্রেক্ষাপট প্রায় শত বছর আগের, তাই আমার মেকআপ-গেটআপেও দর্শক একটু ভিন্নতা পাবেন।

এছাড়া সামনে শুরু করছেন রিপন মিয়ার ‘তুমি সন্ধ্যার মেঘমালা’-র শুটিং।

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন