Select Page

অপরিণত ভালোবাসার যন্ত্রণা ‘তালাশ’ (ট্রেলার)

অপরিণত ভালোবাসার যন্ত্রণা ‘তালাশ’ (ট্রেলার)

দুটি গান ও ফার্স্টলুক প্রকাশের পর বেশ আগ্রহ তৈরি করেছে সৈকত নাসিরের ‘তালাশ’। বৃহস্পতিবার সন্ধ্যায় অনলাইনে উন্মুক্ত হওয়া ট্রেলার সেই আগ্রহ বাড়িয়েছে বৈকি!

রোমান্টিক-থ্রিলার ও গান নির্ভর ‘তালাশ’ মুক্তি পেতে যাচ্ছে ১৭ জুন। এতে প্রথমবারের মতো জুটি হয়ে দেখা দেবেন শবনম বুবলি ও আদর আজাদ।

দুই তরুণ-তরুণীর অপরিণত প্রেম ও হতাশা, যার আবহে রয়েছে সংগীত ক্যারিয়ার। এমনই গল্পের আভাস দিয়েছে আকর্ষণীয় ট্রেলার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদর আজাদ বলেন, ‘দুটি গান ও ফার্স্টলুক প্রকাশের পর এবার প্রকাশ পেল সিনেমাটির ট্রেলার। অনেক আগেই সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। আশা করি পর্দায় আমাদের দেখে দর্শক নিরাশ হবেন না।’

বুবলি বলেন, ‘সিনেমাটির গল্প এক কথায় চমৎকার। দর্শক ভালো গল্পের একটি সিনেমা দেখতে চান। আমি বলব তালাশ একটি ভালো গল্পের সিনেমা। আপনারা দেখলে নিশ্চয়ই তা বুঝতে পারবেন।’

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ।

এ দিকে প্রথম সিনেমা মুক্তির আগেই আদর আজাদ-বুবলি জুটি সাইফ চন্দন পরিচালিত লোকাল সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন। বর্তমানে সিনেমাটি নির্মাণাধীন রয়েছে।


মন্তব্য করুন