Select Page

অপু বিশ্বাসের ব্যস্ততা বাড়ছে

অপু বিশ্বাসের ব্যস্ততা বাড়ছে

pic-08_188718

দুই বছর ধরে ক্যারিয়ারের খরা সময় পার করছেন অপু বিশ্বাস। এবার বোধহয় তা কাটতে চলেছে। তিন দিনে চার ছবিতে চুক্তিবদ্ধ হলেন অপু বিশ্বাস। কথা চলছে আরো তিন ছবির। সব মিলিয়ে সামনের মাস থেকে পুরোদমে ফিরছেন অপু। বরাবরের মতো নতুন চলচ্চিত্রে তার সঙ্গে থাকছেন শাকিব খান

শাকিব খান প্রযোজিত এসকে ফিল্মসের ‘লাগাম’ ও ‘প্রেমবাজ’, বদিউল আলম খোকনের ‘রাজাবাবু’ ও শামীম আহমেদ রনির নাম ঠিক না হওয়া নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপু। এ ছাড়া চলতি সপ্তাহে আরো তিনটি ছবি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

অপু কালের কণ্ঠকে বলেন, ‘শুধু আমার জন্য নয়, গত কয়েকটা মাস পুরো চলচ্চিত্রের জন্য খুব খারাপ গেল। কেউই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে আমার জানা নেই। পুরনো কাজগুলোও আটকে আছে হরতাল-অবরোধের কারণে। তবে ভালো খবর হলো ধীরে হলেও কাজ শুরু হচ্ছে। নতুন চার ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পাশাপাশি আরো বেশ কিছু ছবির প্রস্তাব পেয়েছি। সব ঠিক থাকলে আগামী মাস থেকেই পূর্ণোদ্যমে কাজ শুরু হয়ে যাবে।’

অপু বিশ্বাস এখন মনতাজুর রহমান আকবরের ‘মাই ডার্লিং’ ছবির শুটিং করছেন। এর পরই শুরু হবে বদিউল আলম খোকনের ‘রাজাবাবু’ ছবির শুটিং।


মন্তব্য করুন