Select Page

অপূর্বের অভিষেক

অপূর্বের অভিষেক

image_1322_368244টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অপূর্ব সিনেমা করছেন এমন কথা অনেকদিন যাবতই শুনা যাচ্ছিল। এমনকি কয়েক বছর আগে ‘বৃষ্টির দিন’ ছবিতে  শুটিংও করেছিলেন।  কিন্তু শেষ পর্যন্ত ছবিটি আটকে যায়।

মাঝে শোনা গিয়েছিল ‘পূর্ণদৈঘ্য প্রেমকাহিনী‘তে  অভিনয় করছেন। কিন্তু শেষমেষ অভিনয় করা হলো না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল তার জন্য চলচ্চিত্রের পথটা মসৃন নয়।তবে এবার বুঝি ভাগ্য সুপ্রসন্ন হলো। আগামীকালই তার চলচ্চিত্রে অভিষেক ঘটছে।

এইবারের গল্পটির শুরু নাটক থেকেই। গত মে মাসে আশিকুর রহমানের পরিচালনায় ‘গ্যাংস্টার’ নামের একটি অ্যাকশনধর্মী ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেন অপূর্ব। নাটকটি প্রথম লটের শুটিং শেষে এশিয়ান টিভিতে জমা দেয়া হয়।

চ্যানেলটি নাটকটির খুবই প্রশংসা করেন। পরিচালককে কর্তৃপক্ষ তখনই এটিকে সিনেমা হিসেবে নির্মাণের কথা বলেন। আশিকুর রহমান উৎসাহী হয়ে ছবিটি নির্মাণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল থেকে এই চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে।

এতে ‘গ্যাংস্টার’ শাওন চরিত্রে অভিনয় করবেন অপূর্ব। তার বিপরীতে অভিনয় করবেন পিয়া ও আরাবী।


মন্তব্য করুন