Select Page

অপেক্ষায় ‘মহুয়া সুন্দরী’

অপেক্ষায় ‘মহুয়া সুন্দরী’

মহূয়া সুন্দরী

‘ময়মনসিংহ গীতিকা’র চিরায়ত উপাখ্যান ‘মহুয়া’ অবলম্বনে ‘মহুয়া সুন্দরী’ নির্মাণ করছেন রওশন আরা নীপা। মহুয়ার চরিত্রে অভিনয় করছেন পরিমনি। ইতোমধ্যে শেষ হয়েছে চলচ্চিত্রটির বেশিরভাগ অংশের চিত্রায়ন।

এ প্রসঙ্গে পরিমনি প্রথম আলোকে বলেন, ‘কাপাসিয়া, হোতাপাড়া আর টাঙ্গাইলে আমরা টানা ২০ দিন শুটিং করেছি। এখন শুধু গানের কিছু কাজ বাকি আছে। আমি চরিত্রটিতে এমনভাবে ঢুকে পড়েছি যে বাসায় ফেরার পরও মহুয়া সুন্দরীর মতো করেই কথা বলেছি। চরিত্রটি থেকে বের হতে একটু সময় লেগেছে।’

ছবির গল্প সম্পর্কে নীপার মন্তব্য, ‘গল্পটিকে আমি বর্তমান প্রেক্ষাপটে উপস্থাপন করছি। আমার ছবির গল্প যাত্রাপালার নায়িকা ছবি রানী আর গ্রামের প্রভাবশালী ধনাঢ্য পরিবারের সন্তান জীবনকে ঘিরে। ঘটনাক্রমে ছবি আর জীবনের প্রেম হয়। একসময় ছবির মনে হয় সে যেন মহুয়ার পালার মহুয়া।’

pori+moni1

মহুয়া সুন্দরী ছবিতে আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, সুচরিতা, সুমিত, জয়রাজ প্রমুখ। ছবিতে গান আছে ছয়টি। সংগীতায়োজন করেছেন ইমন সাহা এবং অমিত চট্টোপাধ্যায়।


মন্তব্য করুন