Select Page

অবশেষে ‘একটু প্রেম দরকার’

অবশেষে ‘একটু প্রেম দরকার’

# প্রথমে ছিল ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’
# এরপর কমান্ডার, কালপ্রিট হয়ে এবার ‘একটু প্রেম দরকার’
# সিনেমাটা করবেন না ঘোষণা দিয়েও করছেন শবনম বুবলি
# এমনও শোনা গিয়েছিল সিনেমাটি হবে না

শুটিংয়ের আগেই বেশ আলোচনায় আসে শাকিব খানের ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ । জমকালো মহরতের কিছুদিন পর শবনম বুবলি বললেন, ছবিটি করছেন না। পরে তিনি যুক্ত হলেও বারবার পাল্টাতে থাকে নাম।

শুটিং শুরুর পর হঠাৎ শোনা যায় নামটি বদলে গেছে। রাখা হয়েছে ‘কালপ্রিট’। ক’দিন পর আবার শোনা গেছে নাম হলো ‘কমান্ডার’! অবশেষে পরিচালক শাহীন সুমন নিশ্চিত করেন, চলচ্চিত্রটির চূড়ান্ত নাম রাখা হয়েছে ‘একটু প্রেম দরকার’।

পরিচালক জানান, বিভিন্ন গণমাধ্যমে সিনেমার নাম আলাদা এসেছে। কখনও ‘কালপ্রিট’, ‘কমান্ডার’ বা ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ শোনা গেছে। এগুলো কিছুই নয়। চূড়ান্ত নাম ‘একটু প্রেম দরকার’।

ছবিটি নির্মাণ করছে শাপলা মিডিয়া। গত জুন মাসে মহরত অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত ছিলেন শাকিব খান, বুবলি, প্রযোজক সেলিম খান, শাহীন সুমন, ওয়াজেদ আলী সুমন, চিত্রনায়ক সম্রাট, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।

অনুষ্ঠানে শাকিব বলেন, ‘সত্যিই একটি প্রেম দরকার সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে। ভালো সিনেমা যারা বানাচ্ছেন তাদের ভালোবাসা দরকার। সরকার যাদের নিয়োগ দিয়ে রেখেছেন সিনেমার উন্নয়নের জন্য, তারা যেন সিনেমার জন্য একটু প্রেম দেখান।’

 

সূত্র : বাংলা ট্রিবিউন


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

স্পটলাইট

Movies to watch in 2018
Coming Soon

[wordpress_social_login]

Shares