Select Page

অবশেষে শাকিবের দেখা পেল কাজী হায়াতের ‘বীর’

অবশেষে শাকিবের দেখা পেল কাজী হায়াতের ‘বীর’

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এসকে ফিল্মস প্রযোজিত তৃতীয় সিনেমা ‘বীর’-এর শুটিং শুরু হলো। আর এ সিনেমার মধ্য দিয়ে নতুন করে নিজেকে প্রস্তুত করে শুটিংয়ে ফিরলেন ঢাকাই ছবির শীর্ষ অভিনেতা শাকিব খান। এটি হতে যাচ্ছে শাকিবের সঙ্গে প্রথম ও কাজী হায়াতের ৫০তম ছবি।

প্রথমধাপে শাকিব খান শুটিংয়ে অংশ না নিলেও তার ছোটবেলার কিছু অংশের তিনদিনের শুটিং হয়। তারপর থেমে ছিল ‘বীর’-এর শুটিং। একাধিকবার শুটিং শুরুর কথা শোনা গেলেও তা হয়নি। এরমধ্যে শাকিব খান ছিলেন আড়ালে। রহস্য রেখেই তিনি শুটিং থেকে দূরে ছিলেন প্রায় দেড়মাস

শাকিব খান চ্যানেল আই অনলাইনকে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে পূবাইলে ‘বীর’-এর শুটিং করছি। সপ্তাহ দুয়েক টানা কাজ চলবে। পুরো সময়টায় মনোযোগ শুধু ‘বীর’-এ থাকবে।

তিনি বলেন, কিছুদিন শুটিং থেকে দূরে ছিলাম শুধুমাত্র ‘বীর’-এর জন্য। এ সিনেমায় চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে কিছুটা সময় লেগেছে। ‘বীর’-এর গল্পটাই এমন যে আমাকে প্রস্তুত হতে বাধ্য করেছে। বাকিটা স্ক্রিনে দেখলে দর্শক বুঝতে পারবেন।

গত বছরের শেষের দিকে শুটিং শুরুর কথা ছিল সিনেমাটির। কিন্তু তখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কাজী হায়াৎ। চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তিনি।

কাজী হায়াৎ বলেন, এটি আমার ৫০ তম সিনেমা, স্বপ্নের প্রজেক্ট। দীর্ঘদিন সময় নিয়েই ছবিটির গল্প বুনেছি, সংলাপ লিখেছি। গবেষণা করে কাজটি শুরু করেছি। আমার কাছে যেমন বিশেষ, তেমনি ঢাকার দর্শকের কাছেও ছবিটি বিশেষ হয়ে থাকবে, সেভাবেই কাজটি করছি। আমার দীর্ঘ সিনেমা জীবনের অভিজ্ঞতার আলোকে বলছি, ‘বীর’ একাধিক জাতীয় স্বীকৃতি আনবে। বৃহস্পতিবার থেকে শাকিব এবং অন্যরা শুটিং করছে। ‘বীর’-এর নায়িকা বুবলী ৩ ডিসেম্বর থেকে শুটিংয়ে অংশ নেবেন।

 

 


মন্তব্য করুন