Select Page

অভিনয়ে মতিন রহমান

অভিনয়ে মতিন রহমান

imagesপ্রখ্যাত চলচ্চিত্রকার মতিন রহমান এবার চলচ্চিত্রে অভিনয়ে নিয়মিত হচ্ছেন। ‘লিডার‘ নামের একটি চলচ্চিত্রে অ্যান্টি হিরো হিসেবে অভিনয় করেছেন।

এক সময়ের ডাকসাইটে চলচ্চিত্র নির্মাতা ও বর্তমানে অভিনয়ের শিক্ষক মতিন রহমান দৈনিক ইত্তেফাককে বলেন, ‘এটা নিতান্তই শখের বশে করা। অনুরোধে ঢেঁকি গেলার মতো। তবে অভিনয়ের সাথেই যেহেতু সারাক্ষণের বসবাস তাই এই কাজটি থেকে দূরে সরে যেতেও চাই না। ভালো স্ক্রিপ্ট হলে হয়তো কিছু কাজ করব।’

তবে আবারও চলচ্চিত্র নির্মাণ করবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘করার ইচ্ছে আছে। আমি একটি বড় ক্যানভাসের চলচ্চিত্র নির্মাণের জন্য ভাবছি। ভালো কিছু উপহার না দিতে পারলে করব না। সারাদিন চলচ্চিত্র নিয়েই গবেষণা করি। তাই এটাই আমার বিচরণের জায়গা। ভালো লাগে এই ভেবে যে, আমার অনেক ছাত্র আজ স্বনামধন্য নির্মাতা। তাদের কাজগুলোও দেখছি। ভালো লাগে।’

উল্লেখ্য এর আগে আজিজুর রহমান আজিজের ‘অতিথি’ চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন মতিন রহমান।

এছাড়া তিনি ‘হালকা’ নামের একটি ছোট দৈর্ঘ্যের মুভিতে অভিনয় করেছেন।


মন্তব্য করুন