Select Page

অভিমান করে মাহির ছেড়ে দেয়া সেই সিনেমায় কলকাতার কৌশানী

অভিমান করে মাহির ছেড়ে দেয়া সেই সিনেমায় কলকাতার কৌশানী

প্রযোজক-নায়কের এক মন্তব্যে বেঁকে বসেছিলেন মাহিয়া মাহি। তাকে সেটে ফিরতে রাজি করাতে পারেননি ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। এমন জটিলতায় কয়েক মাস কাটার পর কলকাতা থেকে এলো নায়িকা।

‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবির শুটিংয়ে অংশ নিতে আজ বুধবার ঢাকায় এসেছেন কৌশানী মুখার্জি। এ খবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন ‘ডার্ক ওয়ার্ল্ড’-এর নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। নিজের ফেসবুকে কয়েকটি ছবি দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, কৌশানীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন নির্মাতা মানিক এবং প্রযোজক, নায়ক মুন্না খানসহ বেশ কয়েকজন।

ক্যাপশনে মানিক লিখেছেন, দুই বাংলার জনপ্রিয় নায়িকা কৌশানী মুখার্জি এখন ঢাকায়। ‘ডার্ক ওয়ার্ল্ড’ টিম থেকে তাকে শুভেচ্ছা।

আগামীকাল বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে যাচ্ছে স্থগিত থাকা শুটিং। এই সিনেমায় পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে কৌশানীকে।

গত বছর ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিতে যুক্ত হন মাহি। শুটিংয়ের প্রথম দিন একটি দৃশ্যে অভিনয়ও করেন। একদিন পর ফের কাজ শুরু করার কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি। কেননা এরমধ্যে মাহির কানে আসে, ছবিটিতে পরীমণিকে চেয়েছিলেন প্রযোজক। তাকে না পেয়ে মাহিকে নেওয়া হয়েছে। এক টিভি সাক্ষাৎকারে এ মন্তব্য করেন মুন্না খান। বিষয়টি আত্মসম্মানে আঘাত করায় ছবিটি থেকে নিজেকে সরিয়ে নেন নায়িকা। ফিরিয়ে দেন পারিশ্রমিকের ৯ লাখ টাকা।

‘ডার্ক ওয়ার্ল্ড’ থ্রিলার ঘরানার একটি ছবি। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে কৌশানীকে। ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানু প্রমুখ।


মন্তব্য করুন