Select Page

অমৃতার ভাই রুবেল

অমৃতার ভাই রুবেল

image_103620বেশ কয়েকবছর বিরতির পর চলচ্চিত্রে অভিনয়ে ফিরলেন জনপ্রিয় অ্যাকশান হিরো রুবেল। ছবি নাম ‘আমার মন জুড়ে তুই’। এখানে তিনি অমৃতা‘র বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন।

এ প্রসঙ্গে রুবেল দৈনিক ইত্তেফাককে বলেন, ‘অনেকদিন থেকেই চেয়েছি আবারও কিছু কাজ করব। কিন্তু মনের মতো কোনো গল্প পাচ্ছিলাম না। আসলে আমাদের দেশেই শুধু অন্য নিয়ম। বাইরের দেশে চল্লিশের পর থেকে ছবির ক্যারিয়ার শুরু হয়। সেক্ষেত্রে আমি হয়তো দ্বিতীয় সেশনটা শুরু করতে যাচ্ছি।’

ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে আরও অভিনয় করছেন পরীমনি, নবাগত নায়ক শাহ রিয়াজ ও সবুজ খান।

বুধবার হাতিরঝিলের প্রিয়াঙ্কা শুটিং হাউজে মহরত অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হয়।


মন্তব্য করুন