Select Page

অলিশা-শিপনের ‘প্রেমের কাজল’

অলিশা-শিপনের ‘প্রেমের কাজল’

alisha-56মডেল ও অভিনেত্রী আলিশা প্রধান অভিনীত নতুন ছবির কাজ আনুষ্ঠানিক গান মহরতের মাধ্যমে শুরু হয়েছে শনিবার থেকে। এ ছবির পরিচালক জাকির হোসেন রাজু

শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে গান মহরতের মাধ্যমে ‘প্রেমের কাজল’ ছবির কাজ শুরু হয়। রবিবার থেকে শুরু হবে শুটিং। কার্নিভাল মোশন পিকচার্সের প্রযোজনায় নির্মীয়মাণ ‘প্রেমের কাজল’ ছবিতে আলিশার সঙ্গে অভিনয় করবেন নবাগত শিপন, আলীরাজ, অমিত হাসান ও কাবিলাসহ অনেকেই।

‘প্রেমের কাজল’ আলিশার অভিনীত ৪ নম্বর ছবি। অন্যদিকে শিপনের প্রথম ছবি ‘দেশা: দ্য লিডার’ এর কাজ শেষ পর্যায়ে।


মন্তব্য করুন