Select Page

আন্তর্জাতিক সম্মাননায় সুচন্দা

আন্তর্জাতিক সম্মাননায় সুচন্দা

0,,15444419_4,00অভিনেত্রী ও নির্মাতা সুচন্দা আন্তর্জাতিক সম্মাননা পেলেন। সম্প্রতি আমেরিকার ওহাইও স্টেট ইউনিভার্সিটি জীবন্ত এই কিংবদন্তিকে চলচ্চিত্রে অসামান্য অবদান রাখায় আজীবন সম্মাননা প্রদান করে।

ইউনিভার্সিটির ভাইস প্রভোস্ট ড. ভালেরিয়া বি লি এই চলচ্চিত্রকারকে প্রদত্ত অ্যাপরেশিয়েশন লেটারে উল্লেখ করেন, চলচ্চিত্র শিল্পে সুচন্দা যে সাফল্যের স্বাক্ষর রেখেছেন তা শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও প্রশংসা কুড়িয়েছে এবং বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির উন্নয়নে বিশ্বব্যাপী সব শ্রেণীর মানুষকে উজ্জীবিত করেছে। একই সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতির প্রচারে ওহাইও ইউনিভার্সিটিকে প্রেরণা জুগিয়েছে সুচন্দার কালজয়ী কর্ম। এ কারণে এই ইউনিভার্সিটি এবং এর বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, অফিস অব ডিভার্সিটি অ্যান্ড ইনকুল্যুশন ও ডিপার্টমেন্ট অব স্ট্রনমীর পক্ষ থেকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক সুচন্দাকে আজীবন সম্মাননা দেওয়া হলো।

ওহাইও ইউনিভার্সিটি সুচন্দা নির্মিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘হাজার বছর ধরে‘ চলচ্চিত্রটি প্রদর্শন করে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও সেদেশের বুদ্ধিজীবীরা। তারা এই চলচ্চিত্রের উচ্ছ্বসিত প্রশংসা করেন।


মন্তব্য করুন