Select Page

অসুস্থ শাকিব, শুটিংয়ে বিরাম নেই

অসুস্থ শাকিব, শুটিংয়ে বিরাম নেই

জ্বর ও বুকের ব্যথা নিয়েই ৬ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে উড়াল দেন শাকিব খান। সেখানে শুরু হয়েছে যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘চালবাজ’-এর শুটিং। আগে একবার শুটিং ফেঁসে গেলেও এবারের শিডিউল হাতছাড়া করতে রাজি নন এ নায়ক।

৫ সেপ্টেম্বর ল্যাবএইডে ব্যক্তিগত চিকিৎসককে দেখানোর পর তিনি শাকিবকে বেশ কয়েকদিন বিশ্রামের পরামর্শ দেন। তবে চিকিৎসকের পরামর্শ রাখতে পারেননি তিনি। কারণ শিডিউল ঠিক রাখতেই অসুস্থ শরীর নিয়েই লন্ডনে যাত্রা করতে হয় তাকে। সেখান থেকে ১৩ সেপ্টেম্বর একটি শো করতে ওমান যাবেন শাকিব খান। সেখান থেকে ফের চালবাজের শুটিংয়ের জন্য লন্ডনে ফিরবেন।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত এ ছবিতে শাকিবের সঙ্গে রয়েছেন কলকাতার শুভশ্রী। পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার জয়দিপ মুখার্জি।

মাস কয়েক আগে ‘চালবাজ’-এর শুটিংয়ের সময়ে ভারতের ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সঙ্গে প্রযোজনা সংস্থার ঝামেলা বাধে। ফেডারেশন যতজন কলাকুশলী নিয়ে যেতে বলে লন্ডনে, প্রযোজক সংস্থার পক্ষে ততজন নিয়ে যাওয়া সম্ভব হয়নি। প্রথমত, প্রয়োজন ছিল না। দ্বিতীয়ত, ফেডারেশনের অনেক টেকনিশিয়ানই লন্ডনের ভিসা পাননি।

এ নিয়ে দু’পক্ষের বিরোধ চরমে ওঠায় শুটিং বাতিল করে দিতে হয়। ফেডারেশনের কোনো কর্মীই কাজ করতে রাজি হননি।

এরপরেই এসকে সিদ্ধান্ত নেয়, ফেডারেশনের বাইরে থেকে শিল্পী নিয়ে তারা শুট করবে। এ নিয়ে কোর্টেও যায় তারা। কোর্টের বয়ান অনুযায়ী, এসকে মুভিজ তাদের প্রয়োজন মতো বাইরে থেকে টেকনিশিয়ান নিয়ে কাজ করতে পারে। ফেডারেশন কোনো আপত্তি করতে পারবে না।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares