Select Page

অস্থির ‘পাষাণ’, বাদ পড়ল নায়িকা

অস্থির ‘পাষাণ’, বাদ পড়ল নায়িকা

amyপ্রথমেই পরিচালক সৈকত নাসির জানিয়েছিলেন ‘পাষাণ’-এ জুটি বেঁধে অভিনয় করবেন সুমিত-পরী মনি। তারপর হঠাৎ জানা গেল সুমিতকে বদলে আসছেন কলকাতার ওম। কারণ হিসেবে জানালেন, ছবির গল্পের চরিত্রের প্রয়োজনে সুমিতের চেয়ে ওমই বেশি পারফেক্ট। সে আলোচনা না ফুরাতেই পরী মনির জায়গায় আসলেন এমিয়া এমি।

অতপর ক্যামেরা ওপেন হলো, কয়েকদিন শুটিংও হলো। তারপর বাদ পড়লেন এমি। এখন নায়িকা ছাড়াই চলছে শুটিং!

এমি প্রসঙ্গে সৈকত নাসির জাগো নিউজকে বুধবার বলেন, ‘আমি নির্মাতা। ছবি বানিয়ে সেটি দর্শকদের সামনে উপস্থাপন করাই আমার কাজ। এমির আচরণে ছবির প্রযোজক নাখোশ। তাই তিনি তাকে পরিবর্তন করেছেন। এ বিষয়ে আমার কিছু বলার থাকে না। আমি নতুন নায়িকা পেলে আবার কাজ শুরু করবো।’

‘পাষাণ’ প্রযোজক মোহাম্মদ আরিফ বলেন, ‘এমি নিজের ব্যক্তিগত ঝামেলা নিয়ে ছবির পুরো টিমকে ভুগিয়েছে। সকালে বলে বিকেলে গিয়ে শুটিং স্পটে হাজির হয়। কাজে কোনোরকম মনোযোগ নেই। নানা অজুহাত তার খামখেয়ালিতে ভরা। তাকে নিয়ে ছবি করলে আগামী তিন-চার বছরেও মুক্তির মুখ দেখবে না ‘পাষাণ’। তাই তাকে বাদ দিতে বাধ্য হয়েছি।’

এদিকে এনটিভি অনলাইনকে এমি বলেন, ‘আমি বিষয়টি জানি না। কারণ, পরিচালক এই বিষয়ে এখনো আমাকে কিছু বলেননি। তবে শুটিং নিয়ে আমি নিজেও একটু বিরক্ত ছিলাম। কারণ, সকাল ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত শুটিং করে আবার বিকেল ৩টা থেকে শুটিং করতে বললে কীভাবে শুটিং করব? এরপরও আমি চেষ্টা করেছি। দু-একদিন এক-দুই ঘণ্টা দেরি হলেও উল্লেখ করার মতো দেরি আমি কখনো করিনি।’

নির্মাতা আরো জানান, ঈদের পর নতুন নায়িকা নিয়ে শুটিং শুরু হবে।


মন্তব্য করুন