Select Page

অ্যাসিস্ট্যান্ট কমিশনার শুভ

অ্যাসিস্ট্যান্ট কমিশনার শুভ

dhaka-attack-shuvoআরিফিন শুভ রোববার থেকে অভিনয় শুরু করেছেন ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে। দীপঙ্কর দীপন পরিচালিত এই ছবির গল্প লিখেছেন সানি আনোয়ার। এ দিকে একইদিন মোহাম্মদপুর থানার এক এসআইকে (সাব–ইন্সপেক্টর) নিয়ে ফেসবুক তোলপাড় হয়।

এ প্রসঙ্গে শুভ প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আমিও শুনেছি। ঢাকা অ্যাটাক ছবির শুটিংয়ে আমাকেও এসআই চরিত্রে অভিনয় করতে হয়েছে। অবশ্য শুটিং শেষে রাতে জানতে পারলাম, চরিত্রটি আসলে এসআই নয়, অ্যাসিস্ট্যান্ট কমিশনারের। সুতরাং এই ছবিতে আমি এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার।’

রোমান্টিক হিরো হিসেবে দর্শক যাঁকে গ্রহণ করেছে, তাকে অ্যাকশন হিরো হিসেবে কীভাবে পাবে?— এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি কিন্তু এর আগেও ছবিতেও অ্যাকশন হিরো হিসেবে কাজ করেছি। এটাও অ্যাকশন, তবে একেবারে উল্টো। এই চরিত্রের জন্য আমি নিজেকে সেভাবেই তৈরি করেছি। শুটিং শুরুর আগে ১০ দিন তো বাসার বাইরেও বের হইনি। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে চরিত্রের সঙ্গে বোঝাপড়া সেরে নিয়েছি।’

 


মন্তব্য করুন