Select Page

’আইডেন্টিটি ক্রাইসিস’ নিয়ে ভালো থেকো

’আইডেন্টিটি ক্রাইসিস’ নিয়ে ভালো থেকো

ভিন্নধর্মী গল্প, নির্মাণ ও অভিনয় মিলিয়ে ‘ঢাকা অ্যাটাক’-এর জন্য দারুণ সাড়া পাচ্ছেন আরিফিন শুভ। এ নায়কের পরের সিনেমা ‘ভালো থেকো’র গল্পও ভিন্নধর্মী। জানালেন নির্মাতা জাকির হোসেন রাজু।

এক টেলিভিশন সাক্ষাৎকারে রাজু জানান, ‘আইডেন্টিটি ক্রাইসিস’ নিয়ে নির্মিত হয়েছে ‘ভালো থেকো’।

তার মতে, এ ছবিতে ডাইমানিক একটি চরিত্রে অভিনয় করেছেন শুভ। সবাইকে মুগ্ধ করে তার কথাবার্তা ও চলন-বলন। কিন্তু সমস্যা বাধে তার পরিচয় নিয়ে। কারণ, শুভ জানেন না নিজের অতীত। জানেন না তিনি মুসলমান, হিন্দু, বৌদ্ধ বা কোন ধর্মের। তার উপর বড় হয়েছেন একজন নাস্তিকের কাছে। এ পরিচয়হীনতাই এক সময় সমাজের চোখে বড় হয়ে দেখা দেয়।

রাজু জানান, এ ধরনের সিনেমা আগে তৈরি হয়নি ঢালিউডে। আগে কিছু সিনেমায় দেখা গেছে— নায়ককে আপাতত পরিচয়হীন মনে হলেও শেষে পরিচয় খুঁজে পায়। এ সিনেমায় তেমনটা হচ্ছে না। যার কারণে শুভর প্রেম পড়ে বিপাকে।

এরপরে কী হবে জানতে দেখতে হবে ‘ভালো থেকো’।
ইতোমধ্যে ‘ভালো থেকো’র সব কাজ শেষ হয়েছে। মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত সিনেমাটি।


মন্তব্য করুন