Select Page

আইরিনের গন্তব্য ফেরদৌস

আইরিনের গন্তব্য ফেরদৌস

আইরিনের-নতুন-ছবি-গন্তব্য-সাথে-ফেরদৌসমডেল-অভিনেত্রী আইরিনের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে– বেশিরভাগেই তার নায়ক ছিলেন নবাগত অভিনেতারা। এবার পেলেন ফেরদৌসকে। আর সে সিনেমার নাম ‘গন্তব্য’।

কিছুদিন আগে আইরিন চুক্তিবদ্ধ হন ‘গন্তব্য’-এ। অরণ্য পলাশ পরিচালিত এ ছবির শুটিং ১৬ নভেম্বর থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার জেলেপাড়ায় শুরু হয়েছে।

প্রয়াত সঞ্জীবন শিকদারের ‘ও বললো’ পথনাটক থেকে ছবির মূল কাহিনী নেয়া হয়েছে। যৌথভাবে চিত্রনাট্য করেছেন অরন্য পলাশ ও ইরিনা শাম্মী। ছবিতে একজন সাদাসিদে জেলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন আইরিন।

এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে মজার তথ্য দিলেন আইরিন। তিনি বলেন, ‘এ ছবিতে দারুণ একটি চরিত্রে অভিনয় করছি। যা আমার জন্য চ্যালেঞ্জিং একটা বিষয়। এর জন্য রোদে পুড়ে ফর্সা ত্বক কালো করে অভিনয় করতে হচ্ছে। আশা করি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারব।’

গন্তব্যে চারটি গান থাকছে। যার মধ্যে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘দুর্গম গিরি কান্তার মরু’ গানটি।

এদিকে আইরিন অভিনীত ওয়াহিদুজ্জামান ডায়মণ্ডের ‘শেষ কথা’র শুটিং শেষ হয়েছে। ‘এক পৃথিবী প্রেম’ মুক্তি পাবে ২৩ ডিসেম্বর।

যুগান্তর অবলম্বনে


মন্তব্য করুন