Select Page

চলচ্চিত্রের নতুন জুটি আইরিন-আরশাদ আদনান

চলচ্চিত্রের নতুন জুটি আইরিন-আরশাদ আদনান

76656_e5আসছে ২৯ শে মে শুক্রবার রাজধানীসহ সারা দেশে মুক্তি  পেতে যাচ্ছে আলভী আহমেদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ইউটার্ন’। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আইরিন। তার সহশিল্পী আরশাদ আদনান । একসাথে এ চলচ্চিত্রতেই তারা প্রথমবারের মত জুটি বেধেছেন।

আসছে শুক্রবার শতাধিক হলে ‘ইউটার্ন’ মুক্তি পেতে যাচ্ছে। চিত্রনায়িকা আইরিন এ চলচ্চিত্র সমন্ধে বলেন, ‘ইউটার্ন’র গল্পই দর্শককে হলে টেনে নিয়ে যাবে। আলভী ভাইয়ের প্রথম চলচ্চিত্র হলেও তিনি একটি ভাল চলচ্চিত্র নির্মাণ করেছেন, যার গল্পে প্রাণ আছে, গানে এবং লোকেশনে নতুনত্ব আছে। আমি অনেক আশাবাদী আমার এ চলচ্চিত্রটি নিয়ে। আরশাদ আদনান ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম চলচ্চিত্র। আশা করি ভাল লাগবে সবার।

‘ইউটার্ন’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক আলভী আহমেদ নিজেই।

এ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে আরশাদ আদনান বলেন, গল্পের প্রয়োজনেই আমি চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি। আলভী আহমেদের প্রতি কৃতজ্ঞ যে তিনি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে যথেষ্ট সহযোগিতা করেছেন। সেই সঙ্গে ‘ইউটার্ন’ চলচ্চিত্রের পুরো ইউনিটের কাছে আমি কৃতজ্ঞ। আইরিনের সঙ্গে আমার অভিনয় আশা করি ভাল লাগবে দর্শকের।

এদিকে আরশাদ আদনান অভিনীত সাইফ চন্দন পরিচালিত ‘টার্গেট’ চলচ্চিত্রের কাজ শেষ হয়েছে। এ চলচ্চিত্রে আইরিনও অভিনয় করেছেন। তবে ‘টার্গেট’ কবে নাগাদ মুক্তি পাবে তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। আরশাদ আদনান এর আগে বেশ কিছু টিভি নাটক, টেলিফিল্মে অভিনয় করেছেন। রায়হান খানের নির্দেশনায় ‘প্রফেশনাল’ নাটকে আদনান প্রথম অভিনয় করেন। রোমানার সঙ্গে জুটিবদ্ধ হয়ে ‘প্রেমের পাণ্ডুলিপি’ টেলিফিল্মটি ছিল তার অভিনীত গত বছরের আলোচিত কাজ। অন্যদিকে আইরিন অভিনীত সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ও গাজীউর রহমান পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ চলচ্চিত্র দুটি মুক্তির প্রহর গুনছে। দুটি চলচ্চিত্রেই তার বিপরীতে আছেন চিত্রনায়ক কায়েস আরজু।


মন্তব্য করুন