Select Page

আইরিন-সমদর্শীর ‘বাষ্পস্নান’ শুরু

আইরিন-সমদর্শীর ‘বাষ্পস্নান’ শুরু

airin-somodorshi

কয়েক বছর বিরতির পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন নন্দিত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। শুক্রবার রাজশাহীতে ‘বাষ্পস্নান’ নামের ছবিটির শুটিং শুরু হয়েছে। এতে আইরিনের বিপরীতে অভিনয় করছেন কলকাতার সমদর্শী দত্ত।

ভূতের ভবিষ্যৎ, খোলা হাওয়া ও ইচ্ছেসহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে কলকাতায় পরিচিত মুখ সমদর্শী।

‘বাষ্পস্নান’ আইরিন অভিনীত ৮ নম্বর চলচ্চিত্র। এই ছবি নিয়ে প্রথম আলোকে বলেন, ‘শুটিং চলছে। এর বেশি কিছুই জানাতে পারব না। পরিচালকের নিষেধ আছে। তবে এটুকু বলতে পারি, অন্য রকম একটি গল্পের ছবিতে অভিনয় করছি। দর্শক এই ছবিতে ভিন্ন এক আইরিনকে খুঁজে পাবেন। গল্পটি পড়ে আমিও বেশ তৃপ্ত।’

রাজশাহীর বিভিন্ন জায়গায় চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত চলবে ‘বাষ্পস্নান’র শুটিং।


মন্তব্য করুন