Select Page

আই থিয়েটারে খরচ কেমন?

আই থিয়েটারে খরচ কেমন?

অনলাইনে সরাসরি সিনেমা প্রদর্শনের জন্য আই থিয়েটার লিমিটেড বাংলাদেশে নিয়ে আসছে ‘আই থিয়েটার’। এ প্ল্যাটফর্মেই মুক্তি পাবে শাকিব খানের ‘নবাব এলএলবি’।

২৬ নভেম্বর থেকে চালু হবে এই নতুন প্ল্যাটফর্ম। এই ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শকেরা সিনেমা হলের মতো টিকেট কেটে অনলাইনে একই সময়ে সিনেমা দেখতে পারবে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অনন্য মামুন দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের নাটক দেখানোর জন্য টিভি চ্যানেল আছে, ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম দেখানোর জন্য নানা প্ল্যাটফর্ম থাকলেও অনলাইনে টিকেট কেটে সরাসরি সিনেমা দেখার প্ল্যাটফর্ম নেই বললেই চলে। একই সঙ্গে বিদেশ থেকে নতুন মুক্তি পাওয়া বাংলা সিনেমা দেখাও দুঃসাধ্য। এই সমস্যাগুলো সমাধানের লক্ষেই আমরা আই থিয়েটার নিয়ে হাজির হচ্ছি।’

তিনি জানান, এই প্ল্যাটফর্মে গ্রাহকেরা দুটি ডিভাইস থেকে একই সময়ে সিনেমা দেখতে পাবে। স্বাভাবিক সাবস্ক্রিপশনের পাশাপাশি শুধু মাত্র নির্দিষ্ট সিনেমাও টিকেট কেটে দেখতে পারবে দর্শকেরা।

সিনেমার টিকেটের মূল্য কেমন হবে জানতে চাইলে মামুন বলেন, ‘সিনেমার টিকেটের মূল্য আই থিয়েটার ও সিনেমার প্রযোজকেরা মিলে নির্ধারণ করবে। ‘আই থিয়েটার’ কেবল সিনেমা প্রদর্শন করবে। কোনো সিনেমার বাজেট যদি বেশি হয় আর প্রযোজক যদি মনে করেন টিকেটের মূল্য ২০০ টাকা রাখা হবে তাহলে সেই সিনেমার টিকেটের দাম ২০০ টাকাই হবে। আবার কোনো প্রযোজকের সিনেমার বাজেট কম হলে তারা চাইলে ১০০, ৫০ বা ৩০ টাকাতেও টিকেটে বিক্রি করতে পারবে।’

মামুন বলেন, ‘আমরা চাই বিশ্বের যেকোনো জায়গা থেকে যেন মানুষ সিনেমা দেখতে পারে। সেই সঙ্গে প্রযোজকেরা যেন তাদের লগ্নিও ফেরত পেতে পারে সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।’

এ ছাড়া আই থিয়েটারের সাইটে সাবক্রিপশন প্ল্যান ঘোষণা করা হয়েছে। যেখানে ৩, ৩০ দিন ও ১ বছরের জন্য ব্যয় হবে যথাক্রমে ৯০, ১৫০ ও ৪০০ টাকা। একসঙ্গে দেখা যাবে দুই ডিভাইসে। এ ছাড়া সারা বছর একসঙ্গে চারটি ডিভাইসে দেখার জন্য গুণতে হবে ৬০০ টাকা।

এই প্ল্যাটফর্মে প্রদর্শিত কনটেন্টের পাইরেসি হওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এতে পাইরেসি হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এই প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করা কোনো কনটেন্ট ইউটিউব বা ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আপ করতে পারবে না। তবে কেউ যদি নিজের ডিভাইসে আপ করে রাখে সেটা ভিন্ন কথা। কারণ সেটা ফেরানোর প্রযুক্তি নেটফ্লিক্সেরও নেই।’

অ্যাপ ও ওয়েব সাইট দুটি মাধ্যমেই আই থিয়েটারের কাজ চলবে। প্রতিষ্ঠানটি জানায় ইতিমধ্যেই সব কাজ সম্পন্ন করা হয়েছে। ২৬ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ‘আই থিয়েটার’।

আই থিয়েটারের লিংক:  http://www.itheatre.co/


মন্তব্য করুন