Select Page

আগস্টে মৌসুমীর অভিষেক

আগস্টে মৌসুমীর অভিষেক

unnamed

ছোটপর্দায় একটা পরিচিত নাম মৌসুমী হামিদ। বড় পর্দায় কাজ করার ইচ্ছে তার অনেকদিনের। তাই যখনই সুযোগ এসেছে তিনি তা লুফে নিয়েছেন। কিন্তু এখন অব্দি তার একটাও চলচ্চিত্র মুক্তি পাইনি।

আশার কথা হলো, এই অভিনেত্রী সম্প্রতি ‘ব্ল্যাকমেইল’ নামে একটি ছবির শুটিং শেষ করেছেন। আগামী ১৪ আগস্ট ছবিটির মুক্তির দিন ধার্য করা হয়েছে।

মুভিটি পরিচালনা করেছেন অনন্য মামুন । গেল ১০ মার্চ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি।ছবিতে মৌসুমী হামিদ ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ববি, মিশা সওদাগরসহ অনেকে।

অনিমেষ আইচের ‘না মানুষ’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ান মৌসুমী হামিদ। একে একে প্রশান্ত অধিকারীর ‘হাডসনের বন্দুক’, আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’, সাফি উদ্দিন সাফির ‘ব্ল্যাকমানি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়া শামিম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবিতে একটি আইটেম গানেও পারর্ফম করেছেন মৌসুমী। সবগুলো ছবিই মুক্তির প্রহর গুণছে।


মন্তব্য করুন