Select Page

‘আজকের অনুষ্ঠানটি করার একদম ইচ্ছা ছিল না’, আইয়ুব বাচ্চুর জন্য কান্না (ভিডিও)

‘আজকের অনুষ্ঠানটি করার একদম ইচ্ছা ছিল না’, আইয়ুব বাচ্চুর জন্য কান্না (ভিডিও)

# বরগুনায় কনসার্ট ছিল জেমসের
# বললেন, অনুষ্ঠানটি করার একদম ইচ্ছা ছিল না
# বলতে বলতে গলা ধরে এলো
# মিনিট পাঁচেক টানা গিটার বাজানোর পর কেঁদে ফেলেন
# ‘পদ্মা পাতার গান’ গাওয়ার পর নিজেকে সামলাতে মঞ্চ ছাড়েন

বাংলা ব্যান্ডের প্রবাদপ্রতিম দুই মানুষ আইয়ুব বাচ্চু আর জেমসের এমন অনেক মিল খুঁজে পাওয়া যায়। অনেক ব্যবসাসফল, শ্রোতাপ্রিয় অ্যালবামের পুরোধা এই শিল্পীরা। অ্যালবামই নয়, যখন কোনও কনসার্টের মঞ্চে এই দুই উঠেন শ্রোতার বিমুগ্ধ নয়নে তাদের পরিবেশনা দেখেন। হাসেন, কাঁদেন, মুহুর্মুহ করতালিতে ফেটে পড়েন!

বরগুনায় একটি কনসার্টে জেমস আইয়ুব বাচ্চুর সঙ্গে তার স্মৃতির ঝাঁপি খুলে বসেন। মঞ্চে উঠেই ভারাক্রান্ত জেমস বলেন, ‘কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চু আর নেই। আজকের অনুষ্ঠানটি করার একদম ইচ্ছা ছিল না। কিন্তু ১৫ বছর আগের একটা গল্প বলি। আমি আর বাচ্চু ভাই আড্ডা মারি; একদিন আসতে আসতে বাচ্চু ভাইকে বললাম, আমাদের শিল্পীদের জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, দ্যা শো মাস্ট গো অন (The Show Must Go On)। তাই চেষ্টা করব…’। এ কথাগুলো যখন বলছিলেন গলা ধরে আসছিল জেমসের। কনসার্টে কান্নাজড়িত কণ্ঠে গান গেয়ে শোনান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনা জেলা স্টেডিয়ামের সেই কনসার্টটি অনুষ্ঠিত হয়। জেমস কনসার্টটি উৎসর্গ করেন সদ্যপ্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুকে।

এরপর গিটারটা হতে ধরেন এই শিল্পী। মিনিট পাঁচেক টানা বাজাতে থাকেন। এসময়টাতে আর সামলাতে পারেনটি জেমস। অঝোরে তার চোখ বেয়ে জল ঝরতে থাকে। বাজতে থাকে বেদনা-বিধুর সুর। যেন গিটারও জেমসের সঙ্গী হয়ে কাঁদছে, সশব্দে।

‘পদ্মপাতার জল’ গানটি গাওয়ার পর ব্যাক স্টেজে চলে যান জেমস! এরপর আবার ফিরে আসেন! বেদনা, সুর ও চোখের জলেই স্মরণ করেন তার দীর্ঘদিনের গানের সহযোদ্ধাকে!

সূত্র : প্রথম আলো ও বাংলা ট্রিবিউন


মন্তব্য করুন