Select Page

আজব প্রেমের গজব গান (ভিডিও)

আজব প্রেমের গজব গান (ভিডিও)

untitled-11_166350

মুক্তির আগে অনেক সিনেমার মতোই রটে গেছে তামিল সিনেমা ‘আরিয়া’র নকল। ওই সিনেমার অনুকরণে আগেও বাংলায় সিনেমা নির্মাণ হয়েছে। এবারেরটি হলো ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’। তবে এ নিয়ে অনলাইনে আলোচনা খুব বেশি নেই! এমনিতেই এ সব নিয়ে কথা বলতে বলতে দর্শক ক্লান্ত, তার উপর আলোচনার খোরাক হিসেবে রয়েছে সিনেমাটির গান।

মদ পান করে ছোট কাপড়ে নানান অঙ্গভঙ্গি করতে দেখা যায় বাপ্পী আঁচলকে। এক পর্যায়ে নায়িকা টাওয়াল পরে নায়কের উপর সওয়ার হয়। শেষ পর্যায়ে নায়িকার আশ্রয় হন বাথটাবে। এমন রগরগে দৃশ্যে নির্মিত হয়েছে গানটি। প্রচারণার বহর দেখে মনে হচ্ছে এটিই ‘আজব প্রেম’ সফল করার মূল ইউএসপি। সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৬ অক্টোবর।

সাম্প্রতিক সময়ে বাংলা সিনেমায় খোলামেলা হওয়ার নতুন ঢং চালু হয়েছে। অন্ধকার যুগের অবসান হয়েছে দাবি করে আনা হয়েছে অশ্লীল আইটেম সং। কিন্তু তা আর বেশিদিন দর্শক টানতে পারছে না। কারণ নকল কাহিনী, একই কাস্টিং, দুর্বল নির্মাণ দর্শকদের হতাশ করছে। তাই এবার নতুন কৌশল হলো নায়িকার খোলামেলা প্রদর্শন।

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পাওয়া ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ সিনেমার পোস্টার নিয়েও একই অভিযোগ উঠেছে। তবে পোস্টার অশ্লীল হলেও সিনেমায় অশ্লীল দৃশ্য নেই বলছেন অনেকে। আবার মাসের তৃতীয় শুক্রবারে ‘আজব প্রেম’র সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ‌‘রান আউট’। সিনেমাটির পোস্টারে লেখা হচ্ছে ‘১৮+’। বাংলাদেশের সিনেমায় কোনো রেটিং সিস্টেম চালু নেই। ধারণা করা হচ্ছে এটা শুধু প্রচারণার কৌশল। সব মিলিয়ে যে মনে করতে পারেন বাংলা সিনেমার উপর নতুন করে পুরনো ভুত সওয়ার হচ্ছে।


মন্তব্য করুন