Select Page

আজীবন সম্মাননায় সুচন্দা

আজীবন সম্মাননায় সুচন্দা

suchandaচলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর হাত থেকে মঙ্গলবার আজীবন সম্মাননা গ্রহণ করবেন বরেণ্য অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা

রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আয়োজিত ‘আনন্দ বিনোদন স্টার অ্যাওয়ার্ড-২০১৫’ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হবে।

বাংলাদেশে সুচন্দা যুগের শুরু হয়েছিল কয়েক দশক আগে। এখনও দর্শকের মনের মণিকোঠায় রয়েছেন তিনি। সুচন্দা একজন সফল চিত্রনায়িকা, প্রযোজক ও পরিচালক। অভিনয় জীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার, পাকিস্তানের নিগার ও তাসখন্দ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসহ অসংখ্য প্রতিষ্ঠানের অগণিত সম্মাননা পেয়েছেন।

আজীবন সম্মাননা পাওয়া প্রসঙ্গে সুচন্দা বলেন, ‘বিশেষ কৃতজ্ঞতা যারা আমাকে সম্মাননা দিচ্ছেন তাদের প্রতি। একজন শিল্পীর জীবনে দর্শকের ভালোবাসা, মানুষের ভালোবাসার ওপর আর বড় কিছু নেই। আর সম্মাননা শিল্পীর কাজকে উৎসাহিত করার একটি অধ্যায়। আজীবন সম্মাননা সেই অধ্যায়ের সর্বোচ্চ পর্যায়।’

১৯৬৬ সালে সুভাষ দত্তের ‘কাগজের নৌকা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে সুচন্দার অভিষেক ঘটে। ১৯৬৭ সালে জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন। ১৯৬৮ সালের শেষের দিকে জহির রায়হানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাংলা সিনেমাতে অভিনয়ের পাশাপাশি সে সময় সুচন্দা বেশ কয়েকটি উর্দু ছবিতেও কাজ করেছিলেন। তার নির্মিত একমাত্র চলচ্চিত্র হচ্ছে ‘হাজার বছর ধরে’।

সূত্র : মানবজমিন


মন্তব্য করুন