Select Page

আজ শহীদুল ইসলাম খোকনের জন্মদিন

আজ শহীদুল ইসলাম খোকনের জন্মদিন

Shahidul-Islam-Khokon-11-235x275আজ বাংলাদেশী চলচ্চিত্রের অন্যতম গুণী ও মেধাবী নির্মাতা শহীদুল ইসলাম খোকনের জন্মদিন। ১৯৫৭ সালের এই দিনে তিনি বরিশালের ইমামকাঠিতে জন্মগ্রহণ করেন।

মাসুদ পারভেজ সোহেল রানার দীর্ঘদিনের সহকারী খোকন রক্তের বন্দী চলচ্চিত্রের মাধ্যমে তার পরিচালনার অধ্যায় শুরু করেন। মার্শাল আর্ট ভিত্তিক এবং অ্যাকশন চলচ্চিত্র নির্মান করে খোকন বাংলা চলচ্চিত্রে অনেক নতুন মুখ হাজির করেন। এদের মধ্যে ড্যানি সিডাক, সিরাজ পান্না, ইলিয়াস কোবরা, চিত্রনায়িকা মিশেলা, হুমায়ূন ফরিদী অন্যতম। সমাজের সমস্যা তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বিরোধী শক্তির অপচেষ্টাকে খোকন তার চলচ্চিত্রে তুলে ধরেছেন নানাভাবে।

দীর্ঘদিন ধরে খোকন অসুস্থ্যতায় ভুগছেন। চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাবার উদ্দেশ্য তিন বেশ কয়েকবার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন। সম্প্রতি প্রধানমন্ত্রী তার সুচিকিৎসার জন্য অনুদান প্রদান করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে।

গুণী এই নির্মাতাকে বাংলা মুভি ডেটাবেজ এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।


মন্তব্য করুন