Select Page

আটকে গেছে মন: এখন কী করবেন তিশা-ইয়াশ, দেখুন ভিডিওতে

আটকে গেছে মন: এখন কী করবেন তিশা-ইয়াশ, দেখুন ভিডিওতে

প্রকাশ হয়েছে অরুণ চৌধুরী পরিচালিত ‘মায়বতী‘ সিনেমার প্রথম গান। ‘আটকে গেছে মন, কী করি এখন’ এমন কথার গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট।

বৃহস্পতিবার প্রকাশ হওয়া গানটি কথা ও সুরে শারমীন সুলতানার সুমীর। পারফর্ম করেছেন ছবির প্রধান দুই চরিত্র নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান। গান ও দৃশ্যায়ন মিলে ‘আটকে গেছে মন’ অনেক দর্শক পছন্দ করেছেন।

প্রায় ৮০০ নাটকের নির্মাতা অরুণ চৌধুরীর কাহিনি ও চিত্রনাট্যে গত বছর মুক্তি পেয়েছিল ‘আলতাবানু’। সে হিসেবে ‘মায়াবতী’ তার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় দ্বিতীয় চলচ্চিত্র। গত ১৭ জুন সেন্সর সনদপত্র পাওয়ার পরপরই নির্ধারিত হয়, আসছে ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘মায়াবতী’।

২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ ছবির গল্প গড়ে উঠেছে নারী পাচারের মতো বিষয়কে ঘিরে।

‘মায়া’ নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে বিক্রি হয় দৌলতদিয়ার রেড লাইট এরিয়ায়। সেখানে বেড়ে ওঠা, সংগীত গুরু খোদাবক্সের সঙ্গে গুরু-শিষ্য সম্পর্ক ও ব্যারিস্টার পুত্রের সঙ্গে মায়ার প্রেম নিয়ে সংগীতনির্ভর ছবি ‘মায়াবতী’।

https://www.youtube.com/watch?v=jI-rqQbcMtk&feature=youtu.be&fbclid=IwAR3BKRMZq8whtjI1HsaZVOMmVAuY-nGAVS_khl283FWzhQ19FfNGjIwh8Nw

গল্পের প্রতি বিশ্বস্ততার কারণে দৌলতদিয়ার রেড লাইট এরিয়াতে শুটিং করেছেন এ ছবির শিল্পী-কলাকুশলীরা। এ চলচ্চিত্রের মাধ্যমে অভিনেত্রী তিশা এবারই প্রথম কোনো চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করলেন। ‘স্বপ্নজাল’ নায়ক ইয়াশ রোহানের বিপরীতেও তিশার এটি প্রথম চলচ্চিত্র।

ছবিটি পরিবেশনার দায়িত্ব নিয়েছে জাজ মাল্টিমিডিয়া।


মন্তব্য করুন