Select Page

আট ভাইয়ের এক বোন নূতন

আট ভাইয়ের এক বোন নূতন
nutan-amin
বদিউল আলম খোকনের ‘হিরো দ্য সুপারস্টার’ ছবিতে খল চরিত্রে দেখা গিয়েছিল নূতনকে। এরপর আরো কিছু ছবিতে এমন চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও রাজি হননি।

এবার শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’ ছবিতে আবার খল চরিত্রে হাজির হচ্ছেন। এর মধ্যে গল্প লেখার কাজ শেষ। গল্পে তিনি আট ভাইয়ের এক বোন। শহরের ত্রাস। ভাইদের দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেন। প্রশাসনও তাকে ভয় পায়।

নূতন কালের কণ্ঠকে বলেন বলেন, ‘আমার চরিত্রের গুরুত্ব আছে বলেই রাজি হয়েছি। এই সময়ে এসে তো শুধু নামমাত্র কাজ করলে হবে না। দর্শকরা আমাকে যেভাবে চান, সেভাবেই পর্দায় হাজির হতে হবে। পরিচালক লিটনকে আমার চাহিদার কথা বলেছি। তিনি রাজি হয়েছেন বলেই কাজটি করতে সায় দিয়েছি।’

তুষার কথাচিত্রের এই ছবিতেও শাকিবের বিপরীতে অভিনয় করবেন বুবলি। ১০ জানুয়ারি শুটিং শুরু হবে।


মন্তব্য করুন