Select Page

‘আনারকলি’তে তাহসান-মম

‘আনারকলি’তে তাহসান-মম

অনেকেই ভেবেছিলেন শিহাব শাহীনের প্রথম ছবি ‘ছুঁয়ে দিলে মন’-এর রেশ ধরে ‘আনারকলি’তেও ফিরছেন জাকিয়া বারী মমআরিফিন শুভ। এবার শোনা যাচ্ছে, শুভ নন নায়ক হচ্ছেন গায়ক-অভিনেতা তাহসান

শিহাব শাহীনের পরিচালনায় প্রায় চার বছর আগে ‘নীলপরী নীলাঞ্জনা’ নামে একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন তাহসান-মম। একই পরিচালকের ‘রূপকথা এখন আর হয় না’ নামের আরেকটি নাটকেও তাদের একসঙ্গে দেখা গেছে। ছোট পর্দায় তাদের সাফল্যের রসায়নটাকে বড় পর্দায় টেনে নিতে চাচ্ছেন পরিচালক।

‘আনারকলি’র প্রযোজক গাউসুল আলম শাওন কালের কণ্ঠকে বলেন, ‘মম ও তাহসান কাজ করছেন আমাদের সঙ্গে—এখন পর্যন্ত এটাই চূড়ান্ত। পাণ্ডুলিপির কাজ শেষ হলেই লোকেশন নির্বাচন করব। তারপর ঘটা করে জানাব। আশা করছি জুন-জুলাইয়ে শুটিং শুরু করতে পারব।’

তবে নির্মাতা শিহাব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‌’এখনই কিছু চূড়ান্ত নয়। তাই খবরটা প্রকাশ না করাই উত্তম। তা ছাড়া আমরা প্রেস কনফারেন্স ও শুটিংয়ের ডেটও পিছিয়েছি। প্রজেক্টটা আরও বড় হতে পারে এমনকি জয়েন্ট ভেঞ্চারও হতে পারে।’

এদিকে বাংলানিউজ টোয়েন্টিফোরকে তাহসান বলেন,  “প্রথমত গল্পটি আমার পছন্দ হয়নি, তারপর ‘আনারকলি’ নামটিও নয়। আমি বলেছি গল্প পছন্দ হলে ভেবে দেখবো। এ অবস্থায় খবর প্রকাশ হওয়ায় আমি অবাক হয়েছি। আমরা সবাই চলচ্চিত্রের ভালো চাই। কিন্তু একটি কাজ শুরু হওয়ার আগেই এরকম খবর প্রত্যাশিত নয়।”

‘ছুঁয়ে দিলে মন’ ছাড়াও ‘দারুচিনি দ্বীপ’ ও ‘প্রেম করব তোমার সাথে’ ছবিতে অভিনয় করেছেন মম। ছয় বছর আগে ইফতেখার আহমেদ ফাহমির ‘টু বি কন্টিনিউড’ দিয়ে চলচ্চিত্রে নাম লিখিয়েছিলেন তাহসান, তবে ছবিটি এখনো মুক্তি পায়নি।


মন্তব্য করুন