Select Page

আনুশেহর অনুমতি ছাড়াই ‘দহন’ সিনেমায় ব্যবহার হয় গান

আনুশেহর অনুমতি ছাড়াই ‘দহন’ সিনেমায় ব্যবহার হয় গান

বাংলা ফোক-ফিউশনে অন্যতম একটি নাম আনুশেহ আনাদিল। আজকাল খুব কমই তার নতুন ট্র্যাক শোনা যায়, কিন্তু ভক্তরা তাকে প্রত্যাশা করেন সবসময়। গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ সিনেমায় তার ‘খাঁচার পাখি’ শিরোনামের একটি গান শোনা যায়। কিন্তু অনুমতি ছাড়াই ব্যবহার হয় বলে জানান ‘বাংলা’ ব্যান্ডের সাবেক এ ভোকাল।

১ মার্চ প্রথম আলোতে আনুশেহর একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সেখানে অন্য প্রসঙ্গে সাথে এ নিয়েও কথা বলেন।

“দহন’ নামের একটা ছবিতে আপনার গান ব্যবহার করা হয়েছিল”- এ কথার প্রেক্ষিতে আনুশেদ বলেন, ‍“জিজ্ঞেস না করেই আমার গাওয়া গানটা ব্যবহার করা হয়েছিল। প্রায় মামলা করেই দিচ্ছিলাম। পরে ভাবলাম, গানটা ব্যবহার করে কোনো টাকা দেয়নি। মামলা করলে উল্টো আমার টাকা খরচ হবে। সেটাও আবার এক্সট্রা একটা কাজ।”

এরপর প্রশ্ন করা হয়, ‘অনুমতি না নিয়ে গান ব্যবহার করেছে। তাতে মন খারাপ হয়েছিল?’ উত্তরে বলেন, ‘কিছু একটা করা উচিত ছিল। ফেসবুকে লিখেছিলাম। আলোড়ন তৈরি হওয়ার পর আব্দুল আজিজ (জাজের কর্ণধার) আমাকে একটা চিঠি লিখেছিলেন। তখন আমি বললাম, অনুমতি না নিয়ে কেন ব্যবহার করলেন? তিনি বলেছেন, যোগাযোগ করতে পারিনি। আমি বললাম, এখন তো করলেন। সামান্য সৌজন্য বোধের ব্যাপার এটা। এতটুকু বললেই হতো যে, আমি গানটা ব্যবহার করছি।’

আনুশেহ আরও বলেন, ‍সেদিন আমি ‘মা’ গানটি গাইলাম। একটা ছেলে সেটা ভিডিও করে নিয়ে গেল। যাওয়ার সময় বলল, আমি একটা ডকুমেন্টারি করছি। আমি কি গানটা ব্যবহার করতে পারি? আমি বলেছি, করতে পারো। ওইটুকু জিজ্ঞেস করতেই পারত। আজিজরা যে ঝামেলাটা করেছেন, ওই গানটার রাইট কলকাতার শান্তনু মৈত্রর। অনি সেন নামে একজন একটা ডকুমেন্টারি করেছিল। শান্তনু মৈত্র তাতে সাউন্ডের কাজ করেছিলেন। তাঁদের অনুমতি ছাড়া আবদুল আজিজ ‘দহন’ ছবির ট্রেলারে গানটা ব্যবহার করেন। কপিরাইট নিয়ে এত কথা, এত দৌড়াদৌড়ির পর বড় বড় প্রযোজক যদি সেটা অমান্য করে, মিউজিশিয়ানরা যাবে কোথায়, বলেন? টাকা চাইনি, জিজ্ঞেস তো করবে? নামটাও তো দিতে পারত! গানটা করছে কে?”

আগুন সন্ত্রাস নিয়ে নির্মিত ‘দহন’-এ অভিনয় করেন সিয়াম আহমেদ, পূজাসহ অনেকে। সিনেমাটি মুক্তির মাত্র এক মাসের মাথায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১২টি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়। অনেকের মতে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।


মন্তব্য করুন