Select Page

আনোয়ার হোসেনের চলচ্চিত্র প্রদর্শনী

image_75985গত ১৩ সেপ্টেম্বর চিরতরে চলে গেছেন বর্ষীয়ান অভিনেতা আনোয়ার হোসেন। তার স্মরণে তিন দিনের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগ। আজ থেকে ৫ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী ‘আনোয়ার হোসেন চলচ্চিত্র প্রদর্শনী’র আয়োজন করা হয়েছে।

একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শন হবে। উদ্বোধনী প্রদর্শনীতে থাকবে ‘নবাব সিরাজউদ্দৌলা’।

এদিকে আনোয়ার হোসেনের নিজগ্রাম জামালপুরে আজ শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে তাকে। জামালপুর প্রেস ক্লাব আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুরেরই আরেক কৃতী সন্তান চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন। স্মরণসভায় অংশগ্রহণের জন্য গতকাল বুধবারই জামালপুরে এসে পৌঁছেছেন আমজাদ হোসেন। আনোয়ার হোসেনকে নিয়ে আজকের স্মরণসভায় জামালপুর প্রেসক্লাবকে সার্বিকভাবে সহায়তা করছে জামালপুর জেলা প্রশাসন। জেলার শিল্পকলা একাডেমীতে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বরেণ্য অভিনেতা আনোয়ার হোসেনকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।

প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।

 


মন্তব্য করুন